শেয়ারবাজারে প্রকৌশল খাতের তালিকাভুক্ত কোম্পানি ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজের প্রান্তিক প্রতিবেদন সংক্রান্ত পরিচালনা পর্ষদের সভার তারিখ ঘোষণা করা হয়েছে। কোম্পানিটির পর্ষদ সভা আগামী ২৩ মে বিকেল সাড়ে ৩টায় অনুষ্ঠিত হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
প্রাপ্ত তথ্যমতে, ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজের পরিচালনা পর্ষদ সভায় ২০২১ সালের ৩১ মার্চ পর্যন্ত সময়ে তৃতীয় প্রান্তিক অনীরিক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পরিচালনা পর্ষদের সম্মতিতে আলোচ্য প্রতিবেদনটি অনুমোদন সাপেক্ষে প্রকাশ করা হবে।
প্রসঙ্গত, ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজের চলতি হিসাব বছরের অর্ধবার্ষিকে (জুলাই-ডিসেম্বর, ২০২১) কর পরবর্তী মুনাফা হয়েছে ৬৪৬ কোটি ৩৩ লাখ ৮৮ হাজার ৬৯১ টাকা। আগের হিসাব বছরের অর্ধবার্ষিকে (জুলাই-ডিসেম্বর, ২০১৯) কোম্পানির কর পরবর্তী মুনাফা ছিল ৬১৬ কোটি ২৮ লাখ ১ হাজার ৪৬৭ টাকা। সে হিসাবে চলতি হিসাব বছরের অর্ধবার্ষিকে কর পরবর্তী মুনাফা বেড়েছে ৩০ কোটি ৫ লাখ ৮৭ হাজার ২১৫ টাকা।
এদিকে, দ্বিতীয় প্রান্তিকে কোম্পানির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৮ টাকা। আগের বছরের একই সময়ে ইপিএস ছিল ৫.১৭ টাকা। আর দুই প্রান্তিক মিলে ছয় মাসে (জুলাই-ডিসেম্বর, ২০২০) শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয় ২১.৩৪ টাকা। আগের বছরের একই সময়ে যা ছিল ২০.৩৪ টাকা।