1. [email protected] : শেয়ারবার্তা প্রতিবেদক : শেয়ারবার্তা প্রতিবেদক
  2. [email protected] : শেয়ারবার্তা : nayan শেয়ারবার্তা
  3. [email protected] : news uploder : news uploder
মূলধন বৃদ্ধির অনুমোদন পেলো পাওয়ার গ্রীড
রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ০৩:২৫ পিএম

মূলধন বৃদ্ধির অনুমোদন পেলো পাওয়ার গ্রীড

  • আপডেট সময় : বুধবার, ২৭ নভেম্বর, ২০১৯
powergrid

পুঁজিবাজারের তালিকাভূক্ত পাওয়ার গ্রীড কোম্পানি অব বাংলাদেশ লিমিটেডকে ২৫ কোটি ১৮ লাখ ১৪ হাজার টি শেয়ার ইস্যুর মাধমে পরিশোধিত মূলধন বৃদ্ধির অনুমোদন দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি। বিএসইসি সূত্রে এ তথ্য জানা যায়।

আজ বুধবার বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ৭০৮তম কমিশন সভায় এ অনুমোদন দেয়া হয়।

সূত্র মতে, পাওয়ার গ্রীডের ২৫ কোটি ১৮ লাখ ১৪ হাজার টি সাধারণ শেয়ার কোম্পানির বিদ্যমান শেয়ারহোল্ডার বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ডকে ইস্যুর মাধ্যমে ২৫১ কোটি ৮১ লাখ ৪০ হাজার টাকা পরিশোধিত মূলধন বৃদ্ধির প্রস্তাব কমিশন অনুমোদন করেছে।

উল্লেখ্য, উপরিল্লিখিত সাধারণ শেয়ার উক্ত কোম্পানিতে বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ড (বিপিডিবি) এর বিদ্যমান বিনিয়োগের (investment of BPDB as deposit for shares) বিপরীতে vendor’s agreement এর মাধ্যমে নগদ ব্যতীত অন্য প্রতিদানের বিপরীতে (other than cash consideration) ইস্যুর অনুমোদন দেয়া হয়েছে।

আরও উল্লেখ্য, বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ড কোম্পানিটির সাথে স্বাক্ষরিত 5th vendor’s agreement এবং 6th vendor’s agreement এর মাধ্যমে ২০০২ ও ২০০৭ সালে যথাক্রমে ১৭ কোটি ১৭ লাখ ৪০ হাজার টাকা ও ২৩৪ কোটি ৬৪ লাখ টাকার (মোট ২৫১ কোটি ৮১ লাখ ৪০ হাজার টাকা) সমপরিমাণ বৈদ্যুতিক সরঞ্জামাদি বিপিডিবি থেকে পিজিসিবিতে হস্তান্তর করে। যা কোম্পানিটি এখন শেয়ার ইস্যুর মাধ্যমে মূলধনে রূপান্তরিত করবে।

উপরিল্লিখিত ২৫ কোটি ১৮ লাখ ১৪ হাজার টি সাধারণ মেয়ার স্ট্রাটেজিক বিনিয়োগ (strategic investment) হিসেবে লক-ইন অবস্থায় থাকবে যা কমিশনের পূর্বানুমোদন ছাড়া বিক্রয় বা হস্তান্তরযোগ্য নয়।

শেয়ারবার্তা/ সাইফুল ইসলাম

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:

ভালো লাগলে শেয়ার করবেন...

এ বিভাগের অন্যান্য সংবাদ