প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মঙ্গলবার (১১ মে) লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ৭১টির বা ১৯.৬১ শতাংশের শেয়ার ও ইউনিট দর কমেছে। এদিন শেয়ার দর সবচেয়ে বেশি কমেছে শ্যামপুর সুগারের। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, রবিবার শ্যামপুর সুগারের শেয়ারের ক্লোজিং দর ছিল ৫৫.৮০ টাকায়। আজ লেনদেন শেষে এর শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ৫৩ টাকায়। অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ২.৮০ টাকা বা ৫.০১ শতাংশ কমেছে। এর মাধ্যমে শ্যামপুর সুগার ডিএসইর টপটেন লুজার তালিকার শীর্ষে উঠে আসে।
ডিএসইতে টপটেন লুজার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে পূবালী ব্যাংকের ৪.৭০ শতাংশ, এপোলো ইস্পাতের ৪.৩৪ শতাংশ, ফ্যামিলিটেক্সের ৩.৭০ শতাংশ, সানলাইফ ইন্স্যুরেন্সের ২,৯৫ শতাংশ, মীর আখতারের ২.৭৬ শতাংশ, এনার্জিপ্যাক পাওয়ারের ২.৭৬ শতাংশ, আলিফ ম্যানুফ্যাকচারিংয়ের ২.৪৬ শতাংশ, খান ব্রাদার্সের ২.৪৩ শতাংশ এবং বিআইএফসির শেয়ার দর ২.৩৮ শতাংশ কমেছে।