বিদায়ী সপ্তাহে (০২-০৬ মে) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ২৫৪টির বা ৬৮.৫৪ শতাংশের শেয়ার ও ইউনিট দর বেড়েছে। সপ্তাহটিতে শেয়ার দর সবচেয়ে বেশি বেড়েছে মেট্রো স্পিনিংয়ের। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, সপ্তাহের প্রথম কার্যদিবস লেনদেন শুরু আগে মেট্রো স্পিনিংয়ের শেয়ারের ক্লোজিং দর ছিল ৮.৩০ টাকায়। আর সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে কোম্পানিটির শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ১২.১০ টাকায়। অর্থাৎ সপ্তাহটিতে কোম্পানিটির শেয়ার দর ৩.৮০ টাকা বা ৪৫.৭৮ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে মেট্রো স্পিনিং ডিএসইতে সাপ্তাহিক টপটেন গেইনার তালিকার শীর্ষে উঠে আসে।
ডিএসইতে সাপ্তাহিক টপটেন গেইনার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে মালেক স্পিনিংয়ের ৪০.১৪ শতাংশ, ম্যাকসন্স স্পিনিংয়ের ৩৫.৪৫ শতাংশ, ডেল্টা স্পিনার্সের ৩০.১৬ শতাংশ, ন্যাশনাল ফিড মিলসের ২৭.২০ শতাংশ, রূপালী লাইফ ইন্স্যুরেন্সের ২৫.২৮ শতাংশ, এনআরবিসি ব্যাংকের ২৫.২১ শতাংশ, জাহিন স্পিনিংয়ের ২৩.৫৩ শতাংশ, সায়হাম কটনের ২২.২২ শতাংশ এবং রিজেন্ট টেক্সটাইলের শেয়ার দর ২০.৫৫ শতাংশ বেড়েছে।