আগের দিনের ন্যায় বৃহস্পতিবারের (০৫ মে) লেনদেনেও দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গেম্বলিং বা কারসাজির মাধ্যমে ঝুকিঁপূর্ণ খাতে পরিণত হওয়া বীমায় লাল বাতি দেখা গেছে। তবে আজ এ খাতের শেয়ারে বেশি পতন হয়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
গত বছরের শেষের দিকে অনাস্থার বীমা কোম্পানির শেয়ার নিয়ে কারসাজি শুরু হয়। তবে সে যাত্রায় বিনিয়োগকারীদের বিচক্ষণতায় গেম্বলাররা তাদের নিজেদের ফাদেঁ আটকে যায়।
যা থেকে মুক্তি পেতে সম্প্রতি আবারও কারসাজিতে সক্রিয় হয়ে উঠেছে বীমার সেই গেম্বলার চক্রটি। এরইমধ্যে তারা প্রায় সব বীমা কোম্পানির শেয়ার দরে উত্থান ঘটিয়েছে।
তবে গত দুদিন ধরে বীমা খাতের শেয়ারে বড় পতনে রয়েছে। এরমধ্যে বৃহস্পতিবার শেয়ারবাজারে তালিকাভুক্ত ৫০টি বীমা কোম্পানির মধ্যে ৪০টির বা ৮০ শতাংশের দর পতন হয়েছে। বাকি ১০টির মধ্যে ৭টির শেয়ার দর বেড়েছে এবং ৩টির দর অপরিবর্তিত রয়েছে।
আজ টাকার অঙ্কে আগের দিনের ক্লোজিং প্রাইসের তুলনায় আজ শেষ লেনদেনের বিবেচনায় সবচেয়ে বেশি পতন হয়েছে মেঘনা লাইফ ইন্স্যুরেন্সের। এ কোম্পানিটির শেয়ার দর কমেছে ৬.১০ টাকা। এরপরের অবস্থানে থাকা ঢাকা ইন্স্যুরেন্সের শেয়ার দর কমেছে ৫ টাকা। আর ৪.৫০ টাকা কমে ৩য় অবস্থানে রয়েছে ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স।
আগের দিন (০৫ মে) বীমা খাতের ৫০টি বীমা কোম্পানির মধ্যে ৩৬টির বা ৭২ শতাংশের দর পতন হয়েছিল। বাকি ১১টির শেয়ার দর বাড়ে এবং ৩টির দর অপরিবর্তিত থাকে।