প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে বৃহস্পতিবার (০৬ মে) ৪৬টি কোম্পানির পৌনে ৭৮ কোটি টাকার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিগুলোর ১ কোটি ৭১ লাখ ৪০ হাজার ৩৭৯টি শেয়ার ১১২ বার হাত বদল হয়েছে। এর মাধ্যমে কোম্পানিগুলোর ৭৭ কোটি ৭৬ লাখ ৩৪ হাজার টাকার লেনদেন হয়েছে।
কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি অর্থাৎ ১১ কোটি ৬৩ লাখ ২৫ হাজার টাকার লেনদেন হয়েছে প্রভাতী ইন্স্যুরেন্সের। দ্বিতীয় সর্বোচ্চ ১০ কোটি ৮২ লাখ ৬০ হাজার টাকার ন্যাশনাল ফিড মিলসের এবং তৃতীয় সর্বোচ্চ ৭ কোটি ২৪ লাখ ৫৬ হাজার টাকার লেনদেন হয়েছে প্যারামাউন্ট ইন্স্যুরেন্সের।
এছাড়া এডিএন টেলিকমের ৯ লাখ ৪৬ হাজার টাকার, বৃটিশ আমেরিকান ট্যোবাকোর ৩ কোটি ৩৬ লাখ ৮৪ হাজার টাকার, বিবিএস কেবলসের ৫ লাখ টাকার, বিডি থাইয়ের ৩৫ লাখ ৪০ হাজার টাকার, বার্জার পেইন্টসের ২৬ লাখ ২৪ হাজার টাকার, বেক্সিমকোর ২ কোটি ৪৮ লাখ ৮৭ হাজার টাকার, বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্সের ২৫ লাখ টাকার, ব্র্যাক ব্যাংকের ২ কোটি ৬১ লাখ ৩৮ হাজার টাকার, বিএসসির ৩৯ লাখ ৪২ হাজার টাকার, সিটি জেনারেল ইন্স্যুরেন্সের ৫ লাখ ৮২ হাজার টাকার, কনফিডেন্স সিমেন্টের ৭১ লাখ ৬৪ হাজার টাকার, ঢাকা ডাইংয়ের ২৮ লাখ ৭০ হাজার টাকার, ডেসকোর ১ কোটি ৮০ হাজার টাকার, ঢাকা ইন্স্যুরেন্সের ১০ লাখ ৪৬ হাজার টাকার, ইস্টার্ন লুব্রিকেন্টসের ৪৪ লাখ ৯৭ হাজার টাকার, ইজেনারেশনর ৫ কোটি ৫৬ লাখ ১০ হাজার টাকার, এক্সপ্রেস ইন্স্যুরেন্সের ১১ লাখ ৪২ হাজার টাকার, জিবিবি পাওয়ারের ৯৪ লাখ ৯৭ হাজার টাকার, জেনেক্সের ২৩ লাখ ৫৭ হাজার টাকার, গ্রামীণফোনের ৩ কোটি ১৮ লাখ ২৫ হাজার টাকার, জিপিএইচ ইস্পাতের ৩৫ লাখ ৫০ হাজার টাকার, ইনডেক্স এগ্রোর ১৩ লাখ ৫৯ হাজার টাকার, কোহিনুর কেমিক্যালের ৫ লাখ টাকার, লংকাবাংলা ফাইন্যান্সের ৯৯ লাখ ৯ হাজার টাকার, এলআর গ্লোবাল মিউচ্যুয়াল ফান্ড ওয়ানের ৫৬ লাখ ৮৪ হাজার টাকার, মেঘনা লাইফ ইন্স্যুরেন্সের ৮৯ লাখ ১০ হাজার টাকার, মিরাকলের ৫ লাখ ৪৮ হাজার টাকার, ন্যাশনাল ব্যাংকের ৭৯ লাখ টাকার, এনআরবিসি ব্যাংকের ১ কোটি ১০ লাখ ২০ হাজার টাকার, ওরিয়ন ইনফিউশনের ৫ লাখ ২০ হাজার টাকার, ইস্টার্ন ইন্স্যুরেন্সর ৬ কোটি ৫১ লাখ ২৫ হাজার টাকার, প্রাইম ইন্স্যুরেন্সের ২৭ লাখ ৭৫ হাজার টাকার, আরএকে সিরামিকের ৫ লাখ ৬০ হাজার টাকার, আরডি ফুডের ৩ কোটি ৮৩ লাখ ৭৬ হাজার টাকার, রিপাবলিক ইন্স্যুরেন্সের ২৭ লাখ ৪৫ হাজার টাকার, রূপালী লাইফ ইন্স্যুরেন্সের ৯ লাখ ৫৯ হাজার টাকার, সমতা লেদারের ৬ লাখ ৩৯ হাজার টাকার, শাহজালাল ইসলামী ব্যাংকের ২৯ লাখ ৮৫ হাজার টাকার, সিলকো ফার্মার ১১ লাখ ২০ হাজার টাকার, স্কয়ার ফার্মার ৪ কোটি ২২ লাখ টাকার, এসএস স্টিলের ২ কোটি ৬২ লাখ ২৭ হাজার টাকার, স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্সের ৬২ লাখ ৪৮ হাজার টাকার এবং ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের ১ কোটি ৫৩ লাখ টাকার লেনদেন হয়েছে।