1. [email protected] : শেয়ারবার্তা প্রতিবেদক : শেয়ারবার্তা প্রতিবেদক
  2. [email protected] : শেয়ারবার্তা : nayan শেয়ারবার্তা
  3. [email protected] : news uploder : news uploder
দুই মাস পর ৫৬০০ পয়েন্টের ঘরে পৌঁছেছে ডিএসইএক্স
বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ১০:০৭ পিএম

দুই মাস পর ৫৬০০ পয়েন্টের ঘরে পৌঁছেছে ডিএসইএক্স

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৬ মে, ২০২১
DSE-- (2)

আগের দিনের মতো বৃহস্পতিবারও (০৬ মে) উত্থান হয়েছে শেয়ারবাজারে। এদিন শেয়ারবাজারের সব সূচক বেড়েছে। একই সাথে বেড়েছে টাকার পরিমাণে লেনদেন এবং বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর। এদিন প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লেনদেন পনেরশত কোটি টাকার কাছাকাছি হয়েছে। আর ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স দুই মাস পর ৫ হাজার ৬০০ পয়েন্টের ঘরে পৌঁছেছে।

আজ ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১৭.১৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৬০৬.০১ পয়েন্টে। সূচকটি ১ মসা ২৯ দিন বা ৪০ কার্যদিবস পর ৫ হাজার ৬০০ পয়েন্টের ঘরে পৌঁছেছে। এর আগে চলতি বছরের ৮ মার্চ সূচকটি ৫৬০০ পয়েন্টের ঘরে অবস্থান করছিল। ডিএসইর অপর সূচকগুলোর মধ্যে শরিয়াাহ সূচক ২.২৫ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ৫.১৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ১ হাজার ২৫২.১৮ পয়েন্ট এবং ২ হাজার ১৩৭.২৮ পয়েন্টে।

আজ ডিএসইতে ১ হাজার ৪৮৬ কোটি ২৬ লাখ টাকার লেনদেন হয়েছে। যা আগের দিন থেকে ৮৭ কোটি ৭৫ লাখ টাকা বেশি। আগের দিন লেনদেন হয়েছিল ১ হাজার ৩৯৮ কোটি ৫১ লাখ টাকার।

ডিএসইতে আজ ৩৬০টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। এর মধ্যে ১৮০টির বা ৫০ শতাংশের শেয়ার ও ইউনিট দর বেড়েছে। শেয়ার দর কমেছে ১২০টির বা ৩৩.৩৩ শতাংশের এবং বাকি ৬০টির বা ১৬.৬৭ শতাংশের দর অপরিবর্তিত রয়েছে।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৬৩.৭৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৬ হাজার ২০৮.৮৮ পয়েন্টে। সিএসইতে আজ ২৮৮টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ১৬৪টির দর বেড়েছে, কমেছে ৯০টির আর ৩৪টির দর অপরিবর্তিত রয়েছে। সিএসইতে ৫৬ কোটি ৯৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:

ভালো লাগলে শেয়ার করবেন...

এ বিভাগের অন্যান্য সংবাদ