কোনো কারণ ছাড়াই শেয়ারবাজারে তালিকাভুক্ত দুই বীমা কোম্পানির শেয়ার দর অস্বাভাবিক বাড়ছে বলে ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) জানিয়েছে কোম্পানি দুইটি। ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।
জানা গেছে, কোম্পানি দুইটির শেয়ার দর অস্বাভাবিক বাড়ার কারণ জানতে চেয়ে সম্প্রতি ডিএসই তাদেরকে নোটিশ পাঠায়। এর জবাবে কোম্পানি দুইটির পক্ষ থেকে ৩ মে জানানো হয়, কোনো রকম অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই তাদের শেয়ার দর এভাবে বাড়ছে।
উল্লেখ্য, গত ২৬ এপ্রিল মার্কেন্টাইল ইন্স্যুরেন্সের শেয়ারের দর ছিল ৩৯.১০ টাকায়। আর ০৪ মে কোম্পানিটির শেয়ারের দর বেড়ে দাঁড়ায় ৪৭.৮০ টাকায়। অর্থাৎ এই ৬ কার্যদিবসে কোম্পানিটির শেয়ার দর ৮.৭০ টাকা বা ২২ শতাংশ বেড়েছে।
পাইওনিয়ার ইন্স্যুরেন্রেস শেয়ার দর গত ১৮ এপ্রিল ছিল ৬৬.৭০ টাকায়। আর ০৪ মে কোম্পানিটির শেয়ারের দর বেড়ে দাঁড়ায় ৮৬.৭০ টাকায়। অর্থাৎ এই ১২ কার্যদিবসে কোম্পানিটির শেয়ার দর ২০ টাকা বা ৩০ শতাংশ বেড়েছে।