প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মঙ্গলবার (০৪ মে) লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১৪৭টির বা ৪১.৪১ শতাংশের শেয়ার ও ইউনিট দর কমেছে। এদিন শেয়ার দর সবচেয়ে বেশি কমেছে ঢাকা ডাইংয়ের। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, সোমবার ঢাকা ডাইংয়ের শেয়ারের ক্লোজিং দর ছিল ৯.৫০ টাকায়। আজ লেনদেন শেষে এর শেয়ারের ক্লোজিং দর দাঁড়য় ৮.৮০ টাকায়। অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ০.৭০ টাকা বা ৭.৩৬ শতাংশ কমেছে। এর মাধ্যমে ঢাকা ডাইং ডিএসইর টপটেন লুজার তালিকার শীর্ষে উঠে আসে।
ডিএসইতে টপটেন লুজার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে সোনালী আঁশের ৬.৯৪ শতাংশ, ইনটেকের ৬.৩৬ শতাংশ, সাভার রিফ্রাক্টরিজের ৪.৯৬ শতাংশ, ডমিনেজ স্টিলের ৩.২১ শতাংশ, বেক্সিমকোর ৩.১৯ শতাংশ, আমান কটনের ৩.১২ শতাংশ, গোল্ডেন সনের ৩.০৩ শতাংশ, আরামিট সিমেন্টের ২.৮৩ শতাংশ এবং লিবরা ইনফিউশনের শেয়ার দর ২.৮২ শতাংশ কমেছে।