1. [email protected] : শেয়ারবার্তা প্রতিবেদক : শেয়ারবার্তা প্রতিবেদক
  2. [email protected] : শেয়ারবার্তা : nayan শেয়ারবার্তা
  3. [email protected] : news uploder : news uploder
ব্যাংক-আর্থিক খাতের দাপটে ঠেকল বড় দরপতন
বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ১০:১২ পিএম

ব্যাংক-আর্থিক খাতের দাপটে ঠেকল বড় দরপতন

  • আপডেট সময় : সোমবার, ৩ মে, ২০২১

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বস্ত্র, ওষুধ ও রসায়ন, মিউচুয়াল ফান্ড এবং প্রকৌশল খাতের বেশিরভাগ শেয়ারের দাম কমায় এদিন সূচক কমেছে ৫ পয়েন্ট। অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) প্রধান সূচক কমেছে ২০ পয়েন্ট। আর তাতে টানা চার কার্যদিবস পর পুঁজিবাজারে দরপতন হলো। বাজারের এই অবস্থানকে মূল্য সংশোধনে বলে মনে করছেন বাজার সংশ্লিষ্টরা।

সোমবার সূচকের ওঠানামার মাধ্যমে দিনের লেনদেন শুরু হলেও পৌনে এক ঘণ্টা পর থেকে শেয়ার বিক্রির চাপ বাড়তে শুরু করে। এতে কমতে থাকে সূচক। তবে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের বেশিরভাগ শেয়ারের দাম বাড়ায় বড় দরপতন থেকে রক্ষা পায় পুঁজিবাজার।

এদিন ব্যাংক খাতে তালিকাভুক্ত ৩১টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ১৩টির, কমেছে ৮টির আর অপরিবর্তিত রয়েছে ১০টির শেয়ারের। আর্থিক খাতে তালিকাভুক্ত ২৩টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ১৫টির, কমেছে তিনটির আর অপরিবর্তিত রয়েছে পাঁচটি কোম্পানির শেয়ারের। এছাড়া বিমা খাতের ৫১টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ২৫টির, কমেছে ২১টির আর অপরিবর্তিত রয়েছে চারটির শেয়ারের।

ডিএসইর তথ্য মতে, সোমবার বাজারটির প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ৫ দশমিক ৬৫ পয়েন্ট কমে ৫ হাজার ৫১১ পয়েন্টে দাঁড়িয়েছে। শরিয়াহভিত্তিক কোম্পানি নিয়ে গঠিত ডিএসইএস সূচক ৬ দশমিক ৯৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ২৪৮ পয়েন্টে এবং বাছাই করা কোম্পানি নিয়ে গঠিত ডিএস-৩০ সূচক ৭ দশমিক ২৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২ হাজার ১১৬ পয়েন্টে।

লেনদেন হওয়া কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১০৫টির, কমেছে ১৭৯টির, অপরিবর্তিত রয়েছে ৭০টির। মোট লেনদেন হয়েছে ১ হাজার ১৫৯ কোটি ৪৩ লাখ ১২হাজার টাকা। আগের দিন লেনদেন হয়েছিল ১ হাজার ৪০৬ কোটি ৯৬ লাখ ৪৩ হাজার টাকা। অর্থাৎ আগের দিনের চেয়ে প্রায় দুইশ কোটি টাকা লেনদেন কমেছে।

দাম বাড়ার শীর্ষে থাকা কোম্পানিগুলো হচ্ছে- তাকাফুল ইন্স্যুরেন্স, সোনার বাংলা ,স্ট্যান্ডার্ডস ইন্স্যুরেন্স, মালেক স্পিনিং, প্রাইম ইন্স্যুরেন্স, হাইডলবার্গ সিমেন্ট, অগ্রণী ইন্স্যুরেন্স, প্রিমিয়ার লিজিং অ্যান্ড ফাইনেন্স লিমিটেড, নিটল ইন্স্যুরেন্স এবং ইস্টার্ন লুব্রিকেন্টস লিমিটেড।

ডিএসইতে লেনদেনের শীর্ষে ছিল- বেক্সিমকো, লাফার্জহোলসিম, রবি আজিয়াটা, লঙ্কাবাংলা ফাইন্যান্স, বেক্সিমকো ফার্মা, বিডি ফাইনেন্স, সোনার বাংলা ইন্স্যুরেন্স, ম্যাকসন স্পিনিং, প্রভাতী ইন্স্যুরেন্স এবং নিটল ইন্স্যুরেন্স লিমিটেড।

দেশের অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান সূচক সিএএসপিআই ২০ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৫ হাজার ৯৫৩ পয়েন্টে।

লেনদেন হওয়া কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৮৯টির, কমেছে ১২৫টির আর অপরিবর্তিত রয়েছে ৪৮টির। লেনদেন হয়েছে মোট ৬২ কোটি ৩৮ লাখ ৯৬ হাজার টাকা। এর আগের দিন লেনদেন হয়েছিল ৩১ কোটি ৭৭ লাখ ৭৩ হাজার টাকা।

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:

ভালো লাগলে শেয়ার করবেন...

এ বিভাগের অন্যান্য সংবাদ