1. [email protected] : শেয়ারবার্তা প্রতিবেদক : শেয়ারবার্তা প্রতিবেদক
  2. [email protected] : শেয়ারবার্তা : nayan শেয়ারবার্তা
  3. [email protected] : news uploder : news uploder
আইপিও শেয়ার পেতে ইএসএস নিবন্ধনের শেষ দিন ৪ মে
রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ১০:৪৩ পিএম

আইপিও শেয়ার পেতে ইএসএস নিবন্ধনের শেষ দিন ৪ মে

  • আপডেট সময় : সোমবার, ৩ মে, ২০২১
dse-cse-trade

প্রাথমিক গণপ্রাস্তাবের (আইপিও) শেয়ার আনুপাতিক হারে সবাইকে বরাদ্দ দেওয়ার জন্য ইলেকট্রনিক সাবসক্রিপশনস সিস্টেমে (ইএসএস) নিবন্ধনের অনুরোধ জানিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। ব্রোকারেজ হাউজ ও মার্চেন্ট ব্যাংককগুলোর শুরু হওয়া নিবন্ধন আগামী ৪ মে পর্যন্ত চলবে। নির্ধারিত সময়ের মধ্যে ব্রোকারেজ হাউজ ও মার্চেন্ট ব্যাংককের নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করতে বলা হয়েছে। সোমবার (৩ মে) ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

প্রাপ্ত তথ্যমতে, ইএসএস সিস্টেমে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সদস্যভুক্ত ব্রোকারেজ হাউজ ও মার্চেন্ট ব্যাংকের নিবন্ধন বুধবার (২১ এপ্রিল) থেকে শুরু হয়েছে। নিবন্ধন কার্যক্রম আগামী ৪ মে পর্যন্ত চলবে। এরপর ইএসএস সিস্টেমে আনুপাতিক হারে শেয়ার বরাদ্দ দেওয়ার বিষয়ে আগামী ৫ ও ৬ মে পরীক্ষমূলক মক টেস্ট শুর হবে।

এদিকে, ডিএসই ও সিএসইর সব ব্রোকারেজ হাউজ ও মার্চেন্ট ব্যাংককে essbangladesh.com এ লিংক থেকে মে মাসের ৪ তারিখের মধ্যে নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করার অনুরোধ জানিয়েছে ডিএসই। এ নিবন্ধনের বিষয়টি পরবর্তীতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের আবেদনের ক্ষেত্রে ব্যবহার করা হবে।

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:

ভালো লাগলে শেয়ার করবেন...

এ বিভাগের অন্যান্য সংবাদ