1. [email protected] : শেয়ারবার্তা প্রতিবেদক : শেয়ারবার্তা প্রতিবেদক
  2. [email protected] : শেয়ারবার্তা : nayan শেয়ারবার্তা
  3. [email protected] : news uploder : news uploder
সামান্য পতন শেয়ারবাজারে
বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ১০:১১ পিএম

সামান্য পতন শেয়ারবাজারে

  • আপডেট সময় : সোমবার, ৩ মে, ২০২১
DSE CSE

টানা তিন কার্যদিবস উত্থানের পর সোমবার (০৩ মে) কিছুটা পতন হয়েছে শেয়ারবাজারে। এদিন শেয়ারবাজারের সব সূচক কমেছে। একই সাথে কমেছে লেনদেনে অংশ নেয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর এবং টাকার পরিমাণে লেনদেনও। তবে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজও হাজার কোটি টাকার লেনদেন হয়েছে।

আজ ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৫.৬৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫ হাজার ৫১১.৩৬ পয়েন্টে। ডিএসইর অপর সূচকগুলোর মধ্যে শরিয়াাহ সূচক ৬.৯৫ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ৭.২৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে যথাক্রমে ১ হাজার ২৪৮.১৫ পয়েন্ট এবং ২ হাজার ১১৬.০৫ পয়েন্টে।

আজ ডিএসইতে ১ হাজার ১৫৯ কোটি ৮৩ লাখ টাকার লেনদেন হয়েছে। যা আগের দিন থেকে ২৪৭ কোটি ১৩ লাখ টাকা কম। আগের দিন লেনদেন হয়েছিল ১ হাজার ৪০৬ কোটি ৯৬ লাখ টাকার।

ডিএসইতে আজ ৩৫৪টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। এর মধ্যে ১০৫টির বা ২৯.৬৭ শতাংশের শেয়ার ও ইউনিট দর বেড়েছে। শেয়ার দর কমেছে ১৭৯টির বা ৫০.৫৬ শতাংশের এবং বাকি ৭০টির বা ১৯.৭৭ শতাংশের দর অপরিবর্তিত রয়েছে।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ১৯.২৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৫ হাজার ৯৫৩.৭৮ পয়েন্টে। সিএসইতে আজ ২৬২টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ৮৯টির দর বেড়েছে, কমেছে ১২৫টির আর ৪৮টির দর অপরিবর্তিত রয়েছে। সিএসইতে ৬২ কোটি ৩৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:

ভালো লাগলে শেয়ার করবেন...

এ বিভাগের অন্যান্য সংবাদ