1. [email protected] : শেয়ারবার্তা প্রতিবেদক : শেয়ারবার্তা প্রতিবেদক
  2. [email protected] : শেয়ারবার্তা : nayan শেয়ারবার্তা
  3. [email protected] : news uploder : news uploder
উর্ধ্বমুখী বাজারে বস্ত্র খাত ছিল চাঙ্গা!
শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২৫, ০৯:১১ পিএম

উর্ধ্বমুখী বাজারে বস্ত্র খাত ছিল চাঙ্গা!

  • আপডেট সময় : রবিবার, ২ মে, ২০২১
Share

সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার উত্থান প্রবণতায় পুঁজিবাজারের লেনদেন শুরু হয়েছে। এদিন পুঁজিবাজারে সব মূল্য সূচক ইতিবাচক প্রবণতায় লেনদেন শেষ হয়েছে। এদিন বাজারে আগের দিনের তুলনায় সূচক বেড়েছে, লেনদেন বেড়েছে এবং বেশিরভাগ কোম্পনির শেয়ার দরও বৃদ্ধি পেয়েছে। উত্থানের বাজারেও বস্ত্র খাতের শেয়ার দরে চাঙ্গাভাব ছিল। বাজার সংশ্লিষ্টরা বলছেন, বিনিয়োগকারীরা এ খাতের শেয়ারে বাই মুডে ছিল বিধায় শেয়ার দরে উর্ধ্বমুখী প্রবণতা দেখা গেছে।

বস্ত্র খাতে মোট ৫৬টি কোম্পানির লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৪৮টির, দর কমেছে ৪টির এবং অপরিবর্তিত ছিল ৪টির দর। এ খাতের আজ দর বেড়েছে ৮৫.৭১ শতাংশ শেয়ারের, কমেছে মাত্র ৭.১৪ শতাংশ শেয়ারের দর। শীর্ষ ১০ গেইনারের ৯টিই ছিল বস্ত্র খাতের শেয়ার এবং শীর্ষ নয় কোম্পানির শেয়ার ছিল শেস পর্যন্ত বিক্রেতা শূন্য।

বাজার সংশ্লিষ্ট বলছেন, করোনাকালীন বস্ত্র খাতের কোম্পানিগুলোর অধিকাংশই ভালো মুনাফা করেছে। অভিজ্ঞ মহল এবং বস্ত্র খাতের ব্যবসায়ীরা বলছেন সুতার দাম বৃদ্ধির ফলে এ খাতে প্রচুর মুনাফা হয়েছে।

জানা যায়, কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি দর বেড়েছে ম্যাকসন্স স্পিনিং এবং জেনারেশ নেক্সট কোম্পানি লিমিটেডের। এদিন এ দুই কোম্পানির শেয়ার দর ১০ শতাংশ দর বেড়ে সার্কিট ব্রেকারের সর্বোচ্চ সীমা স্পর্শ করেছে। এর মধ্যে ম্যাকসন্স স্পিনিংয়ের প্রতিটি শেয়ার দর এক টাকা বেড়ে প্রতিটি শেয়ার লেনদেন হয় ১২ টাকা ১০ পয়সা। এদিন এ কোম্পানির মোট এক কোটি ৭২ লাখ ৭৬ হাজার ৬৯৯টি শেয়ার এক হাজার ৯৯৬বার হাতবদল হয়, যার বাজারমূল্য ২০ কোটি ৫১ লাখ ৯৩ হাজার টাকা। যা টাকার অংকে বস্ত্র খাতের সব চেয়ে বেশি।

‘বি’ ক্যাটাগরির কোম্পানিটি ২০০৯ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়। এর অনুমোদিত ও পরিশোধিত মূলধন যথাক্রমে- ৫০০ কোটি এবং ২৩৮ কোটি ২৩ লাখ ৩০ হাজার টাকা। বর্তমানে কোম্পানিটির রিজার্ভের পরিমাণ ১৯৫ কোটি ৪৮ লাখ টাকা। এ কোম্পানির ২৩ কোটি ৮২ লাখ ৩২ হাজার ৫৩৯টি শেয়ারের মধ্যে ৩০.০০ শতাংশ উদ্যোক্তা পরিচালক, ১৭.০৪ শতাংশ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী এবং ৫২.৯৬ শতাংশ শেয়ার সাধারণ বিনিয়োগকারীদের কাছে রয়েছে।

কোম্পানিটি বিনিয়োগকারীদের জন্য ২০১৭ ও ২০১৮ সালে প্রতিবছর ৫ শতাংশ করে ক্যাশ এবং ২০১৯ ও ২০২০ সালে প্রতিবছর ২ শতাংশ করে ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে। ডিসেম্বর ২০২০ পর্যন্ত দ্বিতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) ৪০ পয়সা। গত বছর একই সময় যার পরিমাণ ছিল ৪ পয়সা। বর্তমানে কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদমূল্য ১৮ টাকা ৭২ পয়সা।

অপরদিকে, জেনারেশন নেক্সট কোম্পানি লিমিটেডের প্রতিটি শেয়ার দর ৩০ পয়সা বেড়ে প্রতিটি শেয়ার লেনদেন হয় ৩ টাকা ৩০ পয়সা। এদিন এ কোম্পানির মোট ১২ লাখ ৪০ হাজার ২৫৩টি শেয়ার ১৯০বার হাতবদল হয়, যার বাজারমূল্য ৪০ লাখ ৩৯ হাজার টাকা।

‘জেড’ ক্যাটাগরির কোম্পানিটি ২০১২ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়। এর অনুমোদিত ও পরিশোধিত মূলধন যথাক্রমে- ৫০০ কোটি এবং ৪৯৪ কোটি ৯৭ লাখ ৫০ হাজার টাকা। বর্তমানে কোম্পানিটির রিজার্ভের পরিমাণ ৭০ কোটি ২০ লাখ টাকা। এ কোম্পানির ৪৯ কোটি ৪৯ লাখ ৭৪ হাজার ৫৫৬টি শেয়ারের মধ্যে ১৩.৮২ শতাংশ উদ্যোক্তা পরিচালক, ২২.৭৫ শতাংশ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী এবং ৬৩.৪৩ শতাংশ শেয়ার সাধারণ বিনিয়োগকারীদের কাছে রয়েছে।

কোম্পানিটি বিনিয়োগকারীদের জন্য সর্বশেস ২০১৮ সালে প্রতিবছর ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে। জানুয়ারি থেকে মার্চ ২০২১ পর্যন্ত তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) ৩ পয়সা। গত বছর একই সময় যার লোকসান ছিল ১২ পয়সা। বর্তমানে কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদমূল্য ১১ টাকা ৮৭ পয়সা।

টাকার অংকে দ্বিতীয় অবস্থানে রয়েছে ড্রাগন সোয়েটার। এদিন এ কোম্পানির মোট ৫৩ লাখ ৭১ হাজার ৭১৯টি শেয়ার এক হাজার ৪৮৩বার হাতবদল হয়, যার বাজারমূল্য ৫ কোটি ৯৪ লাখ ৫১ হাজার টাকা। এদিন কোম্পানির শেয়ার দর ৯.৭১ শতাংশ বা এক টাকা বেড়ে প্রতিটি শেয়ার ১১ টাকা ৩০ পয়সায় লেনদেন হয়।

নিচে বস্ত্র খাতের লেনদেন চিত্র টেবিল আকারে দেয়া হলো-

কোম্পানির নামসর্বোচ্চ দরসর্বনিম্ন দরসর্বশেষ দরপরিবর্তনহাতবদলবাজার মূল্য (মিলিয়ন)শেয়ার সংখ্যা
ম্যাকসন্স স্পিনিং১২.১১১.৪১২.১১০.০০১,৯৯৬২০৫.১৯৩১৭,২৭৬,৬৯৯
জেনারেশন নেক্সট্৩.৩৩.১৩.৩১০.০০১৯০৪.০৩৯১,২৪০,২৫৩
মতিন স্পিনিং৩৯.৭৩৯.৬৩৯.৭৯.৯৭৮০৩.০৮২৭৭,৬২৪
প্যারামাউন্ট টেক্সটাইল৪৬.৫৪২.৩৪৬.৫৯.৯৩৬২৫৩৬.৮৯২৮১৩,৮৪০
আরগন ডেনিমস্১৭.৮১৬.৪১৭.৮৯.৮৮৩৯৪১৬.৪৫৯৫০,৮৪৯
মালেক স্পিনিং১৫.৬১৫.৬১৫.৬৯.৮৬৪২২.১৫৪১৩৮,০৬৩
মোজাফ্ফর হোসেন স্পিনিং১৫.৭১৪.৬১৫.৭৯.৭৯৪৮৭২৪.৪৮৯১,৫৭৩,৫৩৫
ড্র্রাগন স্যুয়েটার১১.৩১০.৩১১.৩৯.৭১১,৪৮৩৫৯.৪৫১৫,৩৭১,৭১৯
মেট্রো স্পিনিং৯.১৮.৫৯.১৯.৬৪৪৯৮২৩.৪৬৮২,৬০৫,০৩৬
কুইন সাউথ টেক্সটাইল২৩.৯২১.৮২৩.৯৯.৬৩১৬৬৪.৮৯১২০৬,৬৪৮
রিজেন্ট টেক্সটাইল৭.৫৯.৫৯১৬১৩.২২৪৪০৭,৮৯০
শাশা ডেনিম্স২০.৭১৮.৮২০.৭৯.৫২২৫৪৭.১৭৪৩৫০,৮৩৩
ডেল্টা স্পিনার্স৬.৯৬.৫৬.৯৯.৫২২৮০৬.০২২৮৮১,৮৮৪
সায়হাম কটন১২.৮১১.৫১২.৮৯.৪০৯৪৬৪৪.২৩২৩,৬৬৭,৬৮৩
সাফকো স্পিনিং১০.৬১০১০.৬৯.২৮১১৭১.৬৮৫১৫৯,৭৬৭
শেফার্ড ইন্ডাস্ট্রিজ১১.৮১০.৬১১.৮৯.২৬২৭২৪.৯০৭৪৩৮,৫১৮
সায়হাম টেক্স১৯১৭১৮.৯৯.২৫১,১০৬৫২.৭৯৯২,৯৯৮,৮৭৩
প্যাসিফিক ডেনিমস৮.৪৭.৮৮.৪৯.০৯২৭০৬.৮২৯৮২১,৭৫৩
কাট্টলি টেক্সটাইল৯.৭৯.৭৮.৯৯৭৪৫২১.৮৫৪২,২৯৯,৬৪৫
নিউলাইন ক্লোথিংস১৭.১১৬.৩১৭৮.৯৭৬০৭৩৪.৯২৯২,০৭৫,৪২৭
নূরাণী ডায়িং৬.১৫.৬৬.১৮.৯৩২৪৫২.৮২১৪৬৬,৫১৯
ফার ইস্ট নিটিং৯.৮৯.১৯.৭৮.৮৯৩৩৪১১.৫৬৬১,২০৬,৯১৭
আলিফ ইন্ডস্ট্রিজ২৩.৭২১.৭২৩.৫৮.৮০৩৬০৭.২০৬৩১৩,২৪৯
আলিফ ম্যানুফ্যাকচারিং৭.৫৭.৫৮.৭০৯৮৮৪৪.৮৯৪৬,০৫৬,৯৬০
রিংসাইন টেক্সটাইল৫.১৪.৭৫.১৮.৫১১,৫৮২২৫.১১২৫,১২১,১৫৯
এনভয় টেক্সটাইল২৩.৭২২.৭২৩.৪৮.৩৩৫৩০.৭১৬৩০,৭১৭
এস্কোয়ার নিট২৫.৫২৩.১২৫.২৮.১৫৫০০১৬.৮৬৬৬৭৭,০৮৮
জাহিন স্পিনিং৫.৬৫.১৫.৫৭.৮৪২২৬৬.৬৯১১,২৩৯,৮৩৭
আলহাজ টেক্স৩৭.১৩৪.২৩৬.৪৭.৬৯৬৩৩১৭.৫২৫৪৮০,১১১
তুং হাই নিটিং২.৮২.৭২.৮৭.৬৯৬২০.৬৩৬২২৯,৪৭৪
ভিএফএস টেক্সটাইল১৯.৭১৮১৯.৩৭.২২৯৩৩২৯.৮৭৪১,৫৬৯,২৬১
আনলিমা ইয়ার্ন৩৭.১৩৪.৯৩৬.৫৬.৭৩৮৮০২৩.৫৬৬৫৪,৪৫২
ইয়াকিন টেক্সটাইল৬.৬৬.৯৬.১৫১৫৮৩.৫১৭৫১৬,৬৮৫
জাহিন টেক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড৫.৬৫.২৫.৫৫.৭৭২৩৫৩.০৪৩৫৫৫,৫৯৬
প্রাইম টেক্সটাইল১৬১৫.২১৫.৮৫.৩৩২০১২.৬৩২১৬৮,০৪৭
দেশ গার্মেন্টস১৩৫১২৩.৯১৩২.৫৫.৩০২১৫৪.০৩৩৩০,৮০৯
সি অ্যান্ড এ টেক্সটাইল২.১২.১৫.০০৭৩০.৭৯৬৩৮৩,০৪৫
সিমটেক্স ইন্ডাস্ট্রিজ১৩.৮১২.৮১৩.৬৪.৬২৬৬১৩৯.৭৯২৩,০০৫,০৫৯
এইচআর টেক্সটাইল৩৯.৫৩৭.৭৩৯.১৪.৫৫৭১৭২৮.৪৬১৭৩৮,৪৪১
আমান কটন২৬.৪২৪.৮২৬.২৪.৩৮৩৬১১১.৯৭৩৪৬৫,৪৫৫
হামিদ ফেব্রিক্স১৫.৬১৪.৫১৫.৩৪.০৮১৪৩১.৮৮৭১২৩,৪২৫
ফ্যামিলি টেক্স বিডি২.৬২.৫২.৬৪.০০১০৩১.১০১৪৩১,৪৮১
স্কয়ার টেক্সটাইল৩৩.১৩১.৭৩৩৩.৭৭৮২১.৩১৫৪০,৩৫৫
হাওয়া ওয়েল টেক্সটাইলস৩৫৩৪.৫৩৪.৭২.৬৪০.০৭২২,০৬৫
তাল্লু স্পিনিং৪.১৩.৯২.৫৬৫১০.৪৮৯১২২,৩৬১
তসরিফা ইন্ডাস্ট্রিজ১৩.২১২.৪১২.৭২.৪২১৩৪৩.৮৭৩৩০১,৯০৯
মিথুন নিটিং৮.৪৮.১১.২৫২৬০.৪৪৯৫৫,৪১৫
অলটেক্স৮.৭৮.১১.১৯১৩২১.৪৯৯১৮৩,৩৬৪
আরএন স্পিনিং৪.২৪.২৪.২০.০০১৯০.৫৪৭১৩০,২৭৬
স্টাইল ক্র্যাফট লিমিটেড১৪৬.৩১৪৬.৩১৪৬.৩০.০০২৭০.৪০৮২,৭৯২
রহিম টেক্সটাইল২২৭.৭২২৭.৭২২৭.৭০.০০০.০১৩৫৫
এপেক্স স্পিনিং১৩০.৭১৩০.৭১৩০.৭০.০০০.০০৬৪৩
সোনারগাঁ টেক্স১৮.৭১৭.৬১৮.১-০.৫৬৪১৬১৫.১৪৪৮৫৬,৭১৮
ঢাকা ডায়িং৯.৬৯.২৯.৪-১.০৫১৩১৪.৩৭৮৪৬৩,৯৬৫
এমএল ডায়িং৩৩.৮৩৩.৮৩৩.৮-১.৭৪৭৪৩.৬৩৭১০৭,৫৯৮
দুলামিয়া কঁন৪৬.৮৪৫.৮৪৬.১-১.৯৩৩৮০.২৯৫৬,৩৯৬
ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:

ভালো লাগলে শেয়ার করবেন...

এ বিভাগের অন্যান্য সংবাদ