1. [email protected] : শেয়ারবার্তা প্রতিবেদক : শেয়ারবার্তা প্রতিবেদক
  2. [email protected] : শেয়ারবার্তা : nayan শেয়ারবার্তা
  3. [email protected] : news uploder : news uploder
তিন খাতে ভর করে লেনদেন চাঙ্গা
শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২৫, ০৯:২৩ পিএম

তিন খাতে ভর করে লেনদেন চাঙ্গা

  • আপডেট সময় : রবিবার, ২ মে, ২০২১
CHANGA

সপ্তাহের প্রথম কর্মদিবস (রোববার) পুঁজিবাজারে উত্থান অব্যাহত রয়েছে। প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ সব সূচক বেড়েছে। আগের দিনের তুলনায় লেনদেনও বেড়েছে বড় ব্যবধানে। এদিন ডিএসইতে লেনদেন ১৪’শ কোটি টাকা ছাড়িয়েছে। যা গত ৩ মাসের মধ্যে সর্বোচ্চ। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক বাড়লেও লেনদেন কমেছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আজ ডিএসইতে এক হাজার ৪০৬ কোটি ৯৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর আগে গত ২৫ জানুয়ারি ডিএসইতে এক হাজার ৫৮৫ কোটি ২২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।

আজ ডিএসইতে তিন খাতে লেনদেন বেড়েছে। খাত ৩টির উপর ভর করে ডিএসইতে লেনদেনে চাঙ্গাভাব বিরাজ করছে। খাত ৩টি হলো-বিবিধ, বস্ত্র এবং বিমা খাত।

(এক) বিবিধ খাত : বিবিধ খাতে আজ লেনদেন হয়েছে ২৪২ কোটি টাকা। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ১৭৭ কোটি ৮০ লাখ টাকা। আজ লেনদেন বেড়েছে ৬৪ কোটি ২০ লাখ টাকা।

(দুই) বস্ত্র খাত : বস্ত্র খাতে আজ লেনদেন হয়েছে ৬৫ কোটি ৫০ লাখ টাকা। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ২৯ কোটি ১০ লাখ টাকা। আজ লেনদেন বেড়েছে ৩৬ কোটি ৪০ লাখ টাকা।

(তিন) বিমা খাত : বিমা খাতে আজ লেনদেন হয়েছে ৩৭৩ কোটি ৩০ লাখ টাকা। আগের কার্যদিবসে লেনদেন হয়েছে ৩৬১ কোটি ৬০ লাখ টাকা। আজ লেনদেন বেড়েছে ১১ কোটি ৫০ লাখ টাকা।

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:

ভালো লাগলে শেয়ার করবেন...

এ বিভাগের অন্যান্য সংবাদ