1. [email protected] : শেয়ারবার্তা প্রতিবেদক : শেয়ারবার্তা প্রতিবেদক
  2. [email protected] : শেয়ারবার্তা : nayan শেয়ারবার্তা
  3. [email protected] : news uploder : news uploder
তিন মাসের মধ্যে সর্বোচ্চ লেনদেন ডিএসইতে
সোমবার, ২৭ জানুয়ারী ২০২৫, ১২:২৮ পিএম

তিন মাসের মধ্যে সর্বোচ্চ লেনদেন ডিএসইতে

  • আপডেট সময় : রবিবার, ২ মে, ২০২১
dse-cse-trade

আগের কার্যদিবসের মতো সপ্তাহের প্রথম কার্যদিবস রবিবার (০২ মে) উত্থানে শেষ হয়েছে শেয়ারবাজারের লেনদেন। এদিন শেয়ারবাজারের সব সূচক বেড়েছে। একই সাথে বেড়েছে লেনদেনে অংশ নেয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর এবং টাকার পরিমাণে লেনদেনও। ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ লেনদেন তিন মাসের মধ্যে সবচেয়ে বেশি হয়েছে।

আজ ডিএসইতে ১ হাজার ৪০৬ কোটি ৯৬ লাখ টাকার লেনদেন হয়েছে। ডিএসইতে আজকের লেনদেন তিন মাস সাত দিন বা ৬৩ কার্যদিবসের মধ্যে সবচেয়ে বেশি। এর আগে চলতি বছরের ২৫ জানুয়ারি আজকের চেয়ে বেশি লেনদেন হয়েছিল। ওই দিন লেনদেন হয়েছিল ১ হাজার ৫৮৫ কোটি টাকার।

আজ ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৩৭.৪০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৫১৭.০১ পয়েন্টে। ডিএসইর অপর সূচকগুলোর মধ্যে শরিয়াাহ সূচক ৫.২৯ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ১২.৪০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ১ হাজার ২৫৫.১১ পয়েন্ট এবং ২ হাজার ১২৩.৩২ পয়েন্টে।

ডিএসইতে আজ ৩৬১টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। এর মধ্যে ১৮০টির বা ৪৯.৮৬ শতাংশের শেয়ার ও ইউনিট দর বেড়েছে। শেয়ার দর কমেছে ১০৪টির বা ২৮.৮১ শতাংশের এবং বাকি ৭৭টির বা ২১.৩৩ শতাংশের দর অপরিবর্তিত রয়েছে।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ১২৮.২৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৫ হাজার ৯৭৩.০৫৫ পয়েন্টে। সিএসইতে আজ ২৬৭টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ১৪৫টির দর বেড়েছে, কমেছে ৮২টির আর ৪০টির দর অপরিবর্তিত রয়েছে। সিএসইতে ৩১ কোটি ৭৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:

ভালো লাগলে শেয়ার করবেন...

এ বিভাগের অন্যান্য সংবাদ