বস্ত্র খাতের কোম্পানি প্যারামাউন্ট টেক্সটাইলের পরিচালনা পর্ষদ মূলধনী যন্ত্রপাতি কেনার সিদ্ধান্ত নিয়েছে। এ কারণে কোম্পানিটি ৯৭ লাখ ৫০ হাজার টাকা বিনিয়োগ করবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, কোম্পানিটি থার্মোসল ডাইং, সলিড ডাইং, কন্টিনাওয়াস ওয়াশিং এবং ব্লিসিং ইউনিট কিনবে। প্যারামাউন্ট টেক্সটাইল নতুন ব্রান্ডের মেশিন স্থাপনের মাধ্যমে বিদ্যমান উৎপাদন ক্ষমতা বাড়াবে এবং ব্যবসা আধুনাকিয়ান করবে।
কোম্পানিটি আরও জানায়, ক্রেতাদের পছন্দ ও চাহিদা মেটাতে আমদানি পরবর্তী সুবিধাগুলো পূবালী ব্যাংক থেকে ঋণ সুবিধা নিয়ে করা হবে।
শেয়ারবার্তা/ সাইফুল ইসলাম