1. [email protected] : শেয়ারবার্তা প্রতিবেদক : শেয়ারবার্তা প্রতিবেদক
  2. [email protected] : শেয়ারবার্তা : nayan শেয়ারবার্তা
  3. [email protected] : news uploder : news uploder
ইউনিলিভার কনজ্যুমার কেয়ারের ৪৪০ শতাংশ লভ্যাংশ অনুমোদন
বুধবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৫, ০৭:১৮ এএম

ইউনিলিভার কনজ্যুমার কেয়ারের ৪৪০ শতাংশ লভ্যাংশ অনুমোদন

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৯ এপ্রিল, ২০২১
unilever

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ইউনিলিভার কনজ্যুমার কেয়ার লিমিটেড (সাবেক গ্ল্যাক্সোস্মিথক্লাইন) এর ৪৮তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) বৃহস্পতিবার (২৯ এপ্রিল) সকাল ১১টায় অনুষ্ঠিত হয়েছে। দেশের বর্তমান করোনা মহামারি পরিস্থিতিতে সংক্রমণ রোধে সরকারি বিধিনিষেধ ও বাংলাদেশ সিকিউরিটিজ এক্সচেঞ্জ কমিশনের নির্দেশনা অনুসরণ করে এবার দ্বিতীয়বারের মতো ডিজিটাল প্ল্যাটফর্মে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হলো।

অনুষ্ঠিত সভায় ৩১ ডিসেম্বর, ২০২০ তারিখে সমাপ্ত বছলের ডিরেক্টর’স রিপোর্ট, অডিটর’স রিপোর্ট এবং অডিটেড অ্যাকাউন্টস অনুমোদন করেছেন সংশ্লিষ্ট বিনিয়োগকারীরা, যেখানে প্রতি ১০ টাকার অর্ডিনারি শেয়ারের বিপরীতে ৪৪০% বা প্রায় ৪৪ টাকা নগদ লভ্যাংশ প্রদানের সিদ্ধান্ত অনুমোদন দেয়া হয়েছে।

কোম্পানির চেয়ারম্যান মাসুদ খান এর সভাপতিত্বতে উক্ত বৈঠকে অন্যদের মধ্যে উপস্থিতি ছিলেন, কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর কেএসএম মিনহাজ, ফিন্যান্স ডিরেক্টর হাসনাইন তৌফিক আহমেদ, কেদার লেলে, জাহিদুল ইসলাম মালিতা, এসওএম রাশিদুল কাইয়ুম, মো. আবুল হোসাইন, মোহসিন উদ্দিন আহমেদ এবং রেজাউল হক চৌধুরী। এছাড়া কোম্পানি সেক্রেটারি মোহাম্মদ নাহারুল ইসলাম মোল্লা, কোম্পানির সিনিয়র ম্যানেজমেন্ট সহ বেশ কয়েকজন শেয়ার হোল্ডারও ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে সভায় অংশগ্রহণ করেন।

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:

ভালো লাগলে শেয়ার করবেন...

এ বিভাগের অন্যান্য সংবাদ