1. [email protected] : শেয়ারবার্তা প্রতিবেদক : শেয়ারবার্তা প্রতিবেদক
  2. [email protected] : শেয়ারবার্তা : nayan শেয়ারবার্তা
  3. [email protected] : news uploder : news uploder
কাল এডিএন টেলিকমের আইপিও লটারির ড্র
শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪, ০৫:০৫ এএম

কাল এডিএন টেলিকমের আইপিও লটারির ড্র

  • আপডেট সময় : বুধবার, ২৭ নভেম্বর, ২০১৯
ADN-Telecom

পুঁজিবাজার থেকে অর্থ সংগ্রহের প্রক্রিয়ায় থাকা এডিএন টেলিকম লিমিটেডের আইপিও লটারির ড্র আগামীকাল সকাল সাড়ে ১০টায় ইনস্টিটিউট অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশে অনুষ্ঠিত হবে। ৪ নভেম্বর কোম্পানিটির আইপিও আবেদনের চাঁদাগ্রহণ শুরু হয়। চলে ১১ নভেম্বর পর্যন্ত।

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ৬৯৫তম কমিশন সভায় এডিএন টেলিকমের আইপিওর মাধ্যমে ১ কোটি ৯৭ লাখ ৯১ হাজার ৬৬৬টি সাধারণ শেয়ার ইস্যুর প্রস্তাবনায় অনুমোদন দেয়া হয়। প্রস্তাবনা অনুযায়ী, এডিএন টেলিকম ৩০ টাকা প্রান্তসীমা মূল্যে (কাট-অফ প্রাইস) ১ কোটি ১৮ লাখ ৭৫ হাজার সাধারণ শেয়ার যোগ্য বিনিয়োগকারী (এলিজিবল ইনভেস্টর) ও ২৭ টাকা মূল্যে (কাট-অফ প্রাইস থেকে ১০ শতাংশ বাট্টায়) ৭৯ লাখ ১৬ হাজার ৬৬৬টি সাধারণ শেয়ার সাধারণ বিনিয়োগকারীদের (অনিবাসী বাংলাদেশীসহ) কাছে ইস্যু করবে। এর মাধ্যমে কোম্পানিটি মোট ৫৭ কোটি টাকা বাজার থেকে উত্তোলন করবে।

আইপিওর মাধ্যমে উত্তোলিত অর্থ এডিএন টেলিকম তাদের ভৌত অবকাঠামো উন্নয়ন, ডাটা সেন্টার স্থাপন, আংশিক ব্যাংকঋণ পরিশোধ ও আইপিও প্রক্রিয়ার খরচ মেটাতে ব্যয় করবে। কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড।

এদিকে ৩০ জুন সমাপ্ত ২০১৯ হিসাব বছরে এডিএন টেলিকম লিমিটেডের শেয়ারপ্রতি আয় (ইপিএস) ৬ শতাংশ বেড়েছে। আলোচ্য সময়ে পুঁজিবাজারে তালিকাভুক্তির অপেক্ষায় থাকা কোম্পানিটির ইপিএস হয়েছে ২ টাকা ৮৩ পয়সা, যা আগের হিসাব বছরে ছিল ২ টাকা ৬৭ পয়সা। এ হিসাবে সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটির ইপিএস বেড়েছে ১৬ পয়সা বা ৫ দশমিক ৯৯ শতাংশ। ৩০ জুন শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২১ টাকা ৩ পয়সা, আগের হিসাব বছর শেষে যা ছিল ১৮ টাকা ৮০ পয়সা।

সমাপ্ত হিসাব বছরের জন্য কোনো লভ্যাংশের সুপারিশ করেনি এডিএন টেলিকমের পরিচালনা পর্ষদ। ২৪ নভেম্বর দুপুর ১২টায় রাজধানীর গুলশান-২-এ অবস্থিত লেকশোর হোটেলে কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আহ্বান করা হয়েছে।বুক বিল্ডিং পদ্ধতিতে প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে পুঁজিবাজার থেকে অর্থ সংগ্রহের প্রক্রিয়ায় থাকা এডিএন টেলিকম লিমিটেডের আইপিও লটারির ড্র আগামীকাল সকাল সাড়ে ১০টায় ইনস্টিটিউট অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশে অনুষ্ঠিত হবে। ৪ নভেম্বর কোম্পানিটির আইপিও আবেদনের চাঁদাগ্রহণ শুরু হয়। চলে ১১ নভেম্বর পর্যন্ত।

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ৬৯৫তম কমিশন সভায় এডিএন টেলিকমের আইপিওর মাধ্যমে ১ কোটি ৯৭ লাখ ৯১ হাজার ৬৬৬টি সাধারণ শেয়ার ইস্যুর প্রস্তাবনায় অনুমোদন দেয়া হয়। প্রস্তাবনা অনুযায়ী, এডিএন টেলিকম ৩০ টাকা প্রান্তসীমা মূল্যে (কাট-অফ প্রাইস) ১ কোটি ১৮ লাখ ৭৫ হাজার সাধারণ শেয়ার যোগ্য বিনিয়োগকারী (এলিজিবল ইনভেস্টর) ও ২৭ টাকা মূল্যে (কাট-অফ প্রাইস থেকে ১০ শতাংশ বাট্টায়) ৭৯ লাখ ১৬ হাজার ৬৬৬টি সাধারণ শেয়ার সাধারণ বিনিয়োগকারীদের (অনিবাসী বাংলাদেশীসহ) কাছে ইস্যু করবে। এর মাধ্যমে কোম্পানিটি মোট ৫৭ কোটি টাকা বাজার থেকে উত্তোলন করবে।

আইপিওর মাধ্যমে উত্তোলিত অর্থ এডিএন টেলিকম তাদের ভৌত অবকাঠামো উন্নয়ন, ডাটা সেন্টার স্থাপন, আংশিক ব্যাংকঋণ পরিশোধ ও আইপিও প্রক্রিয়ার খরচ মেটাতে ব্যয় করবে। কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড।

এদিকে ৩০ জুন সমাপ্ত ২০১৯ হিসাব বছরে এডিএন টেলিকম লিমিটেডের শেয়ারপ্রতি আয় (ইপিএস) ৬ শতাংশ বেড়েছে। আলোচ্য সময়ে পুঁজিবাজারে তালিকাভুক্তির অপেক্ষায় থাকা কোম্পানিটির ইপিএস হয়েছে ২ টাকা ৮৩ পয়সা, যা আগের হিসাব বছরে ছিল ২ টাকা ৬৭ পয়সা। এ হিসাবে সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটির ইপিএস বেড়েছে ১৬ পয়সা বা ৫ দশমিক ৯৯ শতাংশ। ৩০ জুন শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২১ টাকা ৩ পয়সা, আগের হিসাব বছর শেষে যা ছিল ১৮ টাকা ৮০ পয়সা।

সমাপ্ত হিসাব বছরের জন্য কোনো লভ্যাংশের সুপারিশ করেনি এডিএন টেলিকমের পরিচালনা পর্ষদ। ২৪ নভেম্বর দুপুর ১২টায় রাজধানীর গুলশান-২-এ অবস্থিত লেকশোর হোটেলে কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আহ্বান করা হয়েছে।

শেয়ারবার্তা / হামিদ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:

ভালো লাগলে শেয়ার করবেন...

এ বিভাগের অন্যান্য সংবাদ