প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মঙ্গলবার (২৮ এপ্রিল) ৯৪০ কোটি টাকার লেনদেন হয়েছে। এদিন ডিএসইতে সবচেয়ে বেশি টাকার লেনদেন হয়েছে বেক্সিমকো লিমিটেডের। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, আজ বেক্সিমকোর ১ কোটি ৬ লাখ ৮ হাজার ৯৮১টি শেয়ার ৫ হাজার ৮১১ বার হাত বদল হয়েছে। এর মাধ্যমে কোম্পানিটির ৮৯ কোটি ৯২ লাখ ৯৬ হাজার টাকার লেনদেন হয়েছে। এর মাধ্যমে বেক্সিমকো ডিএসইর টপটেন টার্নওভারের শীর্ষে উঠে আসে।
ডিএসইতে টপটেন টার্নওয়ারে উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে লাফার্জহোলসিমের ৬৩ কোটি ৪৭ লাখ ৭২ হাজার টাকার, বৃটিশ আমেরিকান ট্যোবাকোর ৩১ কোটি ৮৭ লাখ ৯৭ হাজার টাকার, বেক্সিমকো ফার্মার ২৩ কোটি ৬৭ লাখ ৫৮ হাজার টাকার, লংকাবাংলা ফাইন্যান্সের ২০ কোটি ৩৫ লাখ ৩৯ হাজার টাকার, ন্যাশনাল ফিড মিলসের ১৯ কোটি ১৭ লাখ ৩২ হাজার টাকার, ফেডারেল ইন্স্যুরেন্সের ১৮ কোটি ৯৭ লাখ ৯০ হাজার টাকার, বিডি ফাইন্যান্সের ১৮ কোটি ৮৪ লাখ ৯৬ হাজার টাকার, রবি আজিয়াটার ১৮ কোটি ৪ রাখ ৯৫ হাজার টাকার এবং এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্স্যুরেন্সের ১৭ কোটি ৬৪ লাখ ৯ হাজার টাকার লেনদেন হয়েছে।