বুধবার (২৮ এপ্রিল) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে ২৮টি কোম্পানি অংশ নিয়েছে। এসব কোম্পানির সাড়ে ৮৭ কোটি টাকার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিগুলোর ১ কোটি ১০ লাখ ৯২ হাজার ৫৭৮টি শেয়ার ৬১ বার হাত বদল হয়েছে। এর মাধ্যমে কোম্পানিগুলোর ৮৭ কোটি ৬২ লাখ ৭০ হাজার টাকার লেনদেন হয়েছে।
কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি অর্থাৎ ২৮ কোটি ৭০ লাখ ৯৬ হাজার টাকার লেনদেন হয়েছে এশিয়া ইন্স্যুরেন্সের। দ্বিতীয় সর্বোচ্চ ১৩ কোটি ৬৩ লাখ ৭৩ হাজার টাকার ব্র্যাক ব্যাংকের এবং তৃতীয় সর্বোচ্চ ১৩ কোটি ৪৯ লাখ ৪০ হাজার টাকার লেনদেন হয়েছে ঢাকা ইন্স্যুরেন্সের।
এছাড়া বিবিএস কেবলসের ৫ লাখ টাকার, বিডি ফাইন্যান্সের ৬ লাখ ৪০ হাজার টাকার, বেক্সিমকোর ৬৫ লাখ ১৮ হাজার টাকার, বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্সের ৬ কোটি ৪৭ লাখ ৫৫ হাজার টাকার, বাংলাদেশ সাবমেরিন কেবলসের ২ কোটি ৫০ লাখ ৮৪ হাজার টাকার, সেন্ট্রাল ইন্স্যুরেন্সের ২৯ লাখ ৫০ হাজার টাকার, কনফিডেন্স সিমেন্টের ২৮ লাখ ২০ হাজার টাকার, ঢাকা ডাইংয়ের ২৮ লাখ ২০ হাজার টাকার, ডিবিএইচেবর ৮৪ লাখ ৭৭ হাজার টাকার, ইস্টার্ন ইন্স্যুরেন্সের ১০ কোটি ৪২ লাখ ১৫ হাজার টাকার, ইজেনারেশনর ৫ লাখ টাকার, গ্রামীণফোনের ১ কোটি ৬৯ লাখ টাকার, আইএফআইসি ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ৭ লাখ ২১ হাজার টাকার, লংকাবাংলা ফাইন্যান্সের ২২ লাখ ২২ হাজার টাকার, নর্দার্ণ জুটের ৫ লাখ টাকার, ওরিয়ন ইনফিউশনের ৫ লাখ ১০ হাজার টাকার, ওরিয়ন ফার্মার ৭ লাখ ২৩ হাজার টাকার, ফনিক্স ইন্স্যুরেন্সের ১২ লাখ ১২ হাজার টাকার, রেনেটার ৬ কোটি ১৭ লাখ ৭৫ হাজার টাকার, রবি আজিয়াটার ৬ লাখ ৫ হাজার টাকার, শমরিতার ১৪ লাখ ৫ হাজার টাকার, এসইবিএল ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ২৯ লাখ ৮৫ হাজার টাকার, এসইএমএল লেকচার ইক্যুইটি ফান্ডের ২৯ লাখ ৯২ হাজার টাকার, সিলকো ফার্মার ২৩ লাখ ২ হাজার টাকর এবং সামিট পাওয়ারের ৩৬ লাখ ৭৭ হাজার টাকার লেনদেন হয়েছে।