1. [email protected] : শেয়ারবার্তা প্রতিবেদক : শেয়ারবার্তা প্রতিবেদক
  2. [email protected] : শেয়ারবার্তা : nayan শেয়ারবার্তা
  3. [email protected] : news uploder : news uploder
ন্যাশনাল টিউবসের ব্যবসার সম্ভাবনা উজ্জ্বল: অডিট ফার্ম
বৃহস্পতিবার, ০৯ জানুয়ারী ২০২৫, ০৬:১৮ পিএম

ন্যাশনাল টিউবসের ব্যবসার সম্ভাবনা উজ্জ্বল: অডিট ফার্ম

  • আপডেট সময় : মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০১৯
national-tubes

পুঁজিবাজারে তালিকাভুক্ত রাষ্ট্রায়াত্ব প্রতিষ্ঠান ন্যাশনাল টিউবস লিমিটেড একটি ‘গোয়িং কনসার্ন’ কোম্পানি। কোম্পানিটির ব্যবসার ভবিষ্যত সম্ভবনা উজ্জ্বল। যদিও গত কয়েক বছর যাবত কোম্পানিটি অব্যাহত লোকসানে ছিল। পুঞ্জীভূত লোকসান কাটিয়ে কোম্পানিটি এখন মুনাফার পথে এগুচ্ছে। এমনই আশাবাদ ব্যক্ত করেছে কোম্পানিটির অডিট ফার্ম-আহমেদ জাকির এন্ড কোং।

মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে ন্যাশনাল টিউবস সম্পর্কে কোম্পানিটির অডিট ফার্মের রিপোর্টের গুরুত্বপূর্ণ তথ্যাবলী বিনিয়োগকারীদের জ্ঞাথার্থে তুলে ধরা হয়।

অডিট ফার্মের রিপোর্টে উল্লেখ করা হয়, ৩০ জুন ২০১৯ অর্থবছরে কোম্পানিটি ২৮ কোটি ৩১ লাখ ১১ হাজার ২৩৩ টাকা অগ্রিম আয়কর দিয়েছে। অথচ আলোচ্য বছরে কোম্পানিটির আয়কর হয়েছে ৫ কোটি ৯১ লাখ ৩৫ হাজার ৮২২ টাকা। ওইবছর কোম্পানিটি ২২ কোটি ৩৯ লাখ ৭৫ হাজার ৪১১ টাকা বেশি আয়কর দিয়েছে।

অন্যদিকে, ৩০ জুন ২০১৮ অর্থবছরেও কোম্পানিটি ২৬ কোটি ৬৫ লাখ ৯৭ হাজার ২৭৮ টাকা বেশি আয়কর দিয়েছে।

কোম্পানিটির অডিটর ফার্ম বলেছে, ২০১৮ ও ২০১৯ অর্থবছরে ন্যাশনাল টিউবস কর্তৃপক্ষ আয়কর বাবদ ৪৯ কোটি ৫ লাখ ৭২ হাজার ৬৮৯ টাকা বেশি জমা দিয়েছে, যা অবিলম্বে কোম্পানির তহবিলে ফেরত আনার ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন।

অডিট ফার্মের রিপোর্টে আরো উল্লেখ করা হয়, গত ২২ অক্টোবর ২০১৮ তারিখে শ্রম মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে রাষ্টায়াত্ব কোম্পানিসমূহের শ্রমিক-কর্মচারীদের বেতন-ভাতাদি বৃদ্ধি করা হয়। কোম্পানিটি সেই আদেশে পুরোপুরি প্রতিপালন করে। এতে সদ্য বিদায়ী ৩০ জুন ২০১৯ অর্থবছরে কোম্পানিটিকে বেতন-ভাতা বাবদ অতিরিক্ত অর্থ খরচ করতে হয়েছে। এরফলে বিদায়ী অর্থবছরে কোম্পানিটি লোকসান হতে বের হতে পারেনি।

কোম্পানির অডিটর রিপোর্টটি নিম্নরূপ:

NTLTUBES: Material Uncertainty Related to Going Concern and Emphasis of Matter:

The financial statements of the company have been prepared on the assumption that the entity is a going concern and will continue its business for the foreseeable future. Hence it is assumed that the entity has neither intention nor need to liquidate or curtail materially the scale of its operation.

The company has been incurring loss for consecutive three years including current year. Due to making loss continuity, its retained earnings balance is running out frequently. The management will take proper step to run the company as going concern (plan of continuation of business)

Without qualifying our opinion, we draw attention on the matter as disclosed below: a) The Company has reported Tk. 283,111,233 as advance income tax as disclosed in Note # 11.00 to the financial statements. However, corresponding provision for income tax stood at Tk. 59,135,822 at the same date.

As a result, the Company is yet to recover or fully adjust this excess amount of income tax of Tk. 223,975,411 as paid till the reporting period from tax authority. Note 11: Advance Income Tax as on 30 June 2019 is Tk.283,111,233 and Tk. 266,597,278 as on 30 June 2018.

b) In reference to Note no. 16.01 of the Financial Statement, the Company has made adjustment against enhancement of new wages scale with Retained Earnings as per the order of Ministry of Labor and Employment vide letter no. 40.00.0000.016.31.016.18-57. Dated October 22, 2018. Which should be presented as per IAS 1: (Presentation of Financial Statements) Note 16.01: Prior Year’s Income/Expenses Adjustment Account: Tk. (17,825,999) as on 30 June 2019. This is made up as follows: Deduction for Excess Payment of incentive & Festival Bonus (FY 90-91) & increment to associated Muktijoddha, Festival Bonus on dearness allowance, Conveyance, washing allowance & store in transit.

শেয়ারবার্তা / আনিস

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:

ভালো লাগলে শেয়ার করবেন...

এ বিভাগের অন্যান্য সংবাদ