পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি লিবরা ইনফিউশনস লিমিটেড ডিভিডেন্ড সংক্রান্ত রেকর্ড ডেটের আগে আজ বৃহস্পতিবার ও ২ মে রোববার স্পট মার্কেটে শেয়ার লেনদেন করবে। রেকর্ড ডেটের কারণে ৩ মে, সোমবার এ কোম্পানির শেয়ার লেনদেন স্থগিত থাকবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
প্রাপ্ত তথ্যমতে, ঔষধ ও রসায়ন খাতের কোম্পানিটি ৩০ জুন সমাপ্ত ২০১৯ পর্যন্ত সমাপ্ত অর্থবছরে নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের জন্য ৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। এ সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১.০৫ টাকা। একই সময়ে শেয়ার প্রতি সম্পদমূল্য (এনএভি) হয়েছে ১,২৬৯ টাকা।
ঘোষিত ডিভিডেন্ড সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের সম্মতিতে অনুমোদনের জন্য কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে আগামী ২৪ মে।