পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি প্যারামাউন্ট টেক্সটাইল লিমিটেড ড্রেজিং বা নদী খনন ব্যবসায় সম্পৃক্ত হচ্ছে। তবে কোম্পানিটি সরাসরি এই ব্যবসা করবে না। প্যারামাউন্ট ড্রেজিং লিমিটেড নামের কোম্পানির মাধ্যমে নতুন এই ব্যবসায় যুক্ত হবে। এ লক্ষ্যে প্যারামাউন্ট ড্রেজিং লিমিটেডে বিনিয়োগ করবে প্যারামাউন্ট টেক্সটাইল।
আজ ২৬ নভেম্বর, মঙ্গলবার অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা যায়।
সূত্র জানিয়েছে, আরও দুই বিনিয়োগকারীর সঙ্গে যৌথভাবে ওই বিনিয়োগ করবে প্যারামাউন্ট টেক্সটাইল। এরা হচ্ছেন- প্যারামাউন্ট হোল্ডিংস লিমিটেড এবং নাওয়াজ আহমেদের সহযোগি কোম্পানি হিসেবে কাজ করবে। মূলত ড্রেজিং ব্যবসার লক্ষ্যে এ কোম্পানিটিতে বিনিয়োগ করা হবে। কোম্পানিটিতে প্যারামাউন্ট টেক্সটাইলের ৬৫ শতাংশ শেয়ার থাকবে।
শেয়ারবার্তা / আনিস