মঙ্গলবার (২৭ এপ্রিল) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ২৩১টির বা ৬৫.৬৩ শতাংশের শেয়ার ও ইউনিট দর কমেছে। এদিন শেয়ার দর সর্বোচ্চ কমেছে শ্যামপুর সুগারের। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, সোমবার শ্যামপুর সুগারের শেয়ারের ক্লোজিং দর ছিল ৫৮.৮০ টাকায়। আজ লেনদেন শেষে এর শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ৪.৩০ টাকায়। অর্থাৎ কোম্পাানিটির শেয়ার দর আজ ৪.৫০ টাকা বা ৭.৬৫ শতাংশ কমেছে। এর মাধ্যমে শ্যামপুর সুগার ডিএসইর টপটেন লুজার তালিকার শীর্ষে উঠে আসে।
ডিএসইতে টপটেন লুজার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে ইনটেকের ৬.৫১ শতাংশ, হাইডেলবার্গ সিমেন্টের ৬.৪৯ শতাংশ, খান ব্রাদার্সের ৬.৪১ শতাংশ, বিকন ফার্মার ৬.২১ শতাংশ, শাইনপুকুর সিরামিকের .৯৪ শতাংশ, ডমিনেজ স্টিলের ৫.৬২ শতাংশ, সানলাইফের ৫.৩২ শতাংশ, রহিমা ফুডের ৫.২৯ শতাংশ এবং তাল্লু স্পিনিংয়ের শেয়ার দর ৫ শতাংশ কমেছে।