1. [email protected] : শেয়ারবার্তা প্রতিবেদক : শেয়ারবার্তা প্রতিবেদক
  2. [email protected] : শেয়ারবার্তা : nayan শেয়ারবার্তা
  3. [email protected] : news uploder : news uploder
এনসিসি ব্যাংক শেয়ারহোল্ডারদের দেবে ৭১ কোটি টাকা
বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ১১:৪২ পিএম

এনসিসি ব্যাংক শেয়ারহোল্ডারদের দেবে ৭১ কোটি টাকা

  • আপডেট সময় : মঙ্গলবার, ২৭ এপ্রিল, ২০২১
ncc bank

শেয়ারবাজারে তালিকাভুক্ত এনসিসি ব্যাংকের পরিচালনা পর্ষদ ২০২০ অর্থবছরের ব্যবসায় অর্জিত মুনাফা থেকে শেয়ারহোল্ডারদেরকে নগদ লভ্যাংশ হিসেবে ৭১ কোটি টাকা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

গত ২৬ এপ্রিল কোম্পানিটির পরিচালনা পর্ষদ এই সিদ্ধান্ত নিয়েছে। যা আগামী ৫ আগস্ট কোম্পানিটির বার্ষিক সাধারণ সভায় (এজিএম) শেয়ারহোল্ডারদের সম্মতিক্রমে প্রদান করা হবে।

জানা গেছে, এনসিসি ব্যাংকের ২০২০ অর্থবছরে শেয়ারপ্রতি ২.৩৬ টাকা মুনাফা হয়েছে। সে হিসেবে মোট মুনাফা হয়েছে ২২৩ কোটি ২৩ লাখ ৮৬ হাজার ৪৯৫ টাকা। এরমধ্যে থেকে ৭.৫০ শতাংশ বা শেয়ারপ্রতি ০.৭৫ টাকা হিসাবে শেয়ারহোল্ডারদের মাঝে ৭০ কোটি ৯৪ লাখ ৪৪ হাজার ৮৬০ টাকা বিতরন করা হবে।

এছাড়া কোম্পানিটি ৭.৫০ শতাংশ বোনাস লভ্যাংশ দেয়ারও সিদ্ধান্ত নিয়েছে। সেহিসেব কোম্পানিটির শেয়ারপ্রতি ০.৭৫ টাকা করে মোট ৭০ কোটি ৯৪ লাখ ৪৪ হাজার ৮৬০ টাকা পরিশোধিত মূলধন বাড়াবে।

মুনাফার অবশিষ্ট ৮১ কোটি ৩৪ লাখ ৯৬ হাজার ৭৭৪ টাকা কোম্পানিটির রিজার্ভ ফান্ডে যোগ করা হবে।

৯৪৫ কোটি ৯২ লাখ টাকা পরিশোধিত মূলধনের এনসিসি ব্যাংকের ১ হাজার ৩ কোটি ৩ লাখ টাকার রিজার্ভ রয়েছে।

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:

ভালো লাগলে শেয়ার করবেন...

এ বিভাগের অন্যান্য সংবাদ