সোমবার (২৬ এপ্রিল) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১৯১টির বা ৩.৮০ শতাংশের শেয়ার ও ইউনিট দর কমেছে। এদিন শেয়র দর সবচেয়ে বেশি কমেছে প্রাইম ব্যাংকের। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, রবিবার প্রাইম ব্যাংকের শেয়ারের ক্লোজিং দর ছিল ১৭.২০ টাকায়। আজ লেনদেন শেষে এর শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ১৫.৭০ টাকায়। অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ১.৫০ টাকা বা ৮.৭২ শতাংশ কমেছে। এর মাধ্যমে প্রাইম ব্যাংক ডিএসইর টপটেন লুজার তালিকার শীর্ষে উঠে আসে।
ডিএসইতে টপটেন লুজার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে পূরবী জেনারেল ইন্স্যুরেন্সের ৮.০৭ শতাংশ, তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্সের ৭.৪২ শতাংশ, পিপলস ইন্স্যুরেন্সের ৬.৭০ শতাংশ, দেশ জেনারেল ইন্স্যুরেন্সের ৬.৬৮ শতাংশ, গ্লোবাল ইন্স্যুরেন্সের ৬.৬১ শতাংশ, শাইনপুকুর সিরামিকের ৬.৫৯ শতাংশ, ক্রিস্টাল ইন্স্যুরেন্সের ৬.০৯ শতাংশ, এমারেল্ড অয়েলের ৫.৯৮ শতাংশ এবং প্যারামাউন্ট ইন্স্যুরেন্সের শেয়ার দর ৫.৯২ শতাংশ কমেছে।