1. [email protected] : শেয়ারবার্তা প্রতিবেদক : শেয়ারবার্তা প্রতিবেদক
  2. [email protected] : শেয়ারবার্তা : nayan শেয়ারবার্তা
  3. [email protected] : news uploder : news uploder
টানা ৯ কার্যদিবস উত্থান শেয়ারবাজারে
বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ০৮:৪৯ পিএম

টানা ৯ কার্যদিবস উত্থান শেয়ারবাজারে

  • আপডেট সময় : রবিবার, ২৫ এপ্রিল, ২০২১
dse-cse-1

করোনা ভাইরাসকে নিয়ন্ত্রণে আনতে কঠোর বিধিনিষেধ শুরুর পর থেকেই সামনের দিকে এগিয়ে যাচ্ছে দেশের শেয়ারবাজার। রবিবার (২৫ এপ্রিল) বড় উত্থান হয়েছে শেয়ারবাজারে। আজকের উত্থান নিয়ে টানা ৯ কার্যদিবস উত্থান হয়েছে শেয়ারবাজারে। আজ উভয় শেয়ারবাজারের সব সূচক বেড়েছে। একই সাথে বেড়েছে বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর এবং টাকার পরিমাণে লেনদেন।

আজ ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৬৩.১৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৪৯৮.২১ পয়েন্টে। ডিএসইর অপর সূচকগুলোর মধ্যে শরিয়াাহ সূচক ১৮.৩৪ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ৩০.১৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ১২৫৫.৭৩ পয়েন্টে এবং ২১১৭.৬৯ পয়েন্টে।

আজ ডিএসইতে ১ হাজার ১৮৮ কোটি ৮৬ লাখ টাকার লেনদেন হয়েছে। যা আগের দিন থেকে ৩০৫ কোটি ৫৭ লাখ টাকা বেশি। আগের দিনি লেনদেন হয়েছিল ৮৮৩ কোটি ২৯ লাখ টাকার।

ডিএসইতে আজ ৩৫৭টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। এর মধ্যে ২০১টির বা ৫৬.৩০ শতাংশের শেয়ার ও ইউনিট দর বেড়েছে। শেয়ার দর কমেছে ৭৮টির বা ২১.৮৫ শতাংশের এবং বাকি ৭৮টির বা ২১.৮৫ শতাংশের দর অপরিবর্তিত রয়েছে।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ১৪৩.৭২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৫ হাজার ৮৬৭.৩২ পয়েন্টে। সিএসইতে আজ ২৩৬টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ১৩২টির দর বেড়েছে, কমেছে ৬৩টির আর ৪১টির দর অপরিবর্তিত রয়েছে। সিএসইতে ৬২ কোটি ৮৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:

ভালো লাগলে শেয়ার করবেন...

এ বিভাগের অন্যান্য সংবাদ