1. [email protected] : শেয়ারবার্তা প্রতিবেদক : শেয়ারবার্তা প্রতিবেদক
  2. [email protected] : শেয়ারবার্তা : nayan শেয়ারবার্তা
  3. [email protected] : news uploder : news uploder
মূল্যসংবেদনশীল তথ্য নেই তিন কোম্পানির
বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ০৭:৩৯ পিএম

মূল্যসংবেদনশীল তথ্য নেই তিন কোম্পানির

  • আপডেট সময় : মঙ্গলবার, ২০ এপ্রিল, ২০২১

কোনো কারণ ছাড়াই শেয়ারবাজারের তালিকাভুক্ত তিন কোম্পানির শেয়ার দর অস্বাভাবিকভাবে বাড়ছে বলে ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) জানিয়েছে কোম্পানি তিনটি। ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

কোম্পানি তিনটি হলো : অগ্রণী ইন্স্যুরেন্স, এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্স্যুরেন্স এবং হাইডেলবার্গ সিমেন্ট।

জানা গেছে, শেয়ার দর অস্বাভাবিক বাড়ার কারণ জানতে চেয়ে সম্প্রতি ডিএসই কোম্পানি তিনটিকে নোটিশ পাঠায়। এর জবাবে কোম্পানি তিনটির পক্ষ থেকে জানানো হয়, কোনো রকম অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই কোম্পানিটির শেয়ার দর এভাবে বাড়ছে।

উল্লেখ্য, অগ্রণী ইন্স্যুরেন্সের শেয়ার দর গত ৪ এপ্রিল ছিল ৩৫ টাকায়। আর ২০ এপ্রিল কোম্পানিটির শেয়ারের দর বেড়ে দাঁড়ায় ৪৫.৭০ টাকায়। অর্থাৎ এই ১১ কার্যদিবসে কোম্পানিটির শেয়ার দর ১০.৭০ টাকা বা ৩১ শতাংশ বেড়েছে।

এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্স্যুরেন্সের শেয়ার দর গত ৫ এপ্রিল ছিল ৫৭.৮০ টাকায়। আর ২০ এপ্রিল কোম্পানিটির শেয়ারের দর বেড়ে দাঁড়ায় ৬৭.৯০ টাকায়। অর্থাৎ এই ১০ কার্যদিবসে কোম্পানিটির শেয়ার দর ১০.১০ টাকা বা ১৭ শতাংশ বেড়েছে।

হাইডেলবার্গ সিমেন্টের শেয়ার দর গত ৪ এপ্রিল ছিল ১৬২.৬০ টাকায়। আর ২০ এপ্রিল কোম্পানিটির শেয়ারের দর বেড়ে দাঁড়ায় ২৩৩.৬০ টাকায়। অর্থাৎ এই ১১ কার্যদিবসে কোম্পানিটির শেয়ার দর ৭১ টাকা বা ৪৪ শতাংশ বেড়েছে।

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:

ভালো লাগলে শেয়ার করবেন...

এ বিভাগের অন্যান্য সংবাদ