সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে ১৫টি কোম্পানির ১২ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিগুলোর ২৩ লাখ ৫০ হাজার ৯১৬টি শেয়ার ১৮ বার হাত বদল হয়েছে। এর মাধ্যমে কোম্পানিগুলোর ১২ কোটি ৩৮ লাখ ১২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। ব্লক মার্কেটে সবচেয়ে বেশি ব্রাক ব্যাংকের ৩ কোটি ২৪ লাখ ৫০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
এছাড়া ব্লক মার্কেটে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশের ৪৩ লাখ ৪৪ হাজার, কপারটেকের ৫ লাখ ২৮ হাজার, ফরচুন সুর ১৮ লাখ ৪২ হাজার, গ্রামীন ফোনের ১ কোটি ৫৩ লাখ ৬০ হাজার, যমুনা ওয়েলের ১ কোটি ৫৬ হাজার, লংকা বাংলা ফাইন্যান্সের ৭ লাখ ৮ হাজার, মেরিকো বাংলাদেশের ৩৪ লাখ ১ হাজার, প্রাইম ইন্সুরেন্সের ১৫ লাখ ৪৮ হাজার, সুহৃদের ২৯ লাখ ৭৩ হাজার, সিঙ্গার বিডির ১ কোটি ২২ লাখ ৪৬ হাজার, এসকে ট্রিমসের ১৭ লাখ ৭১ হাজার, এসএস স্টীলের ৩০ লাখ ২০ হাজার, তসরিফার ৬ লাখ ৩০ হাজার ও উত্তরা ব্যাংকের ২ কোটি ৭৩ লাখ ৯০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
শেয়ারবার্তা/ সাইফুল ইসলাম