সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (১৮ এপ্রিল) আর্থিক খাতের শেয়ারে দাপট দেখা গেছে। খাতটির শেয়ার দর বৃদ্ধি পাওয়ায় পুঁজিবাজারে আজ সূচক ঊর্ধ্বমুখী রয়েছে।
আজ আর্থিক খাতে তালিকাভুক্ত ২৩টি কোম্পানির মধ্যে দর বেড়েছে ১৭টির, কমেছে ২টির, অপরিবর্তিত রয়েছে ২টির। লেনদেন হয়নি দুটির। এখাতের বেশিরভাগ কোম্পানির শেয়ার দরে ছিল চাঙ্গাভাব।
আজ ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) দর বৃদ্ধির শীর্ষ তালিকায় আর্থিক খাতের কোম্পানিগুলো ছিল চোখে পড়ার মতো। আজ দর বেড়েছে মাইডাস ফাইন্যান্সের ৯.৯৪ শতাংশ, বে-লিজিংয়ের ৯.৮১ শতাংশ, প্রাইম ফাইন্যান্সের ৯.০৯ শতাংশ, লঙ্কাবাংলা ফাইন্যান্সের ৮.৬৮ শতাংশ এবং বিডি ফাইন্যান্সের ৮.৩০ শতাংশ, প্রিমিয়ার লিজিংয়ের ৬.৪৫ শতাংশ, ফাস ফাইন্যান্সের ৬.২৫ শতাংশ, ইউনিয়ন ক্যাপিটেলের ৬.০৬ শতাংশ, জিএসপি ফাইন্যান্সের ৬.০৬ শতাংশ।
বাজার সংশ্লিষ্টরা বলছেন, আপাতত পুঁজিবাজার নিয়ে নানা শঙ্কা ও গুজবের অবসান হয়েছে। ফলে সবাই এখন পুঁজিবাজারে মনোযোগ দিচ্ছে। তাতে মোবাইল অ্যাপসে লেনদেন বেড়েছে। পাশাপাশি মোবাইল ফোনে ট্রেডারদের সঙ্গে কথা বলে লেনদেন করছেন অনেক বিনিয়োগকারী।