বিদায়ী সপ্তাহে (১১-১৫ এপ্রিল) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ২ হাজার ১৯ কোটি ২২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এরমধ্যে টপ টেন টার্নওভার তালিকায় এগিয়ে রয়েছে ইন্সুরেন্স খাত। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
বিদায়ী সপ্তাহে টার্নওভার তালিকায় উঠে এসেছে চার ইন্সুরেন্স কোম্পানি। যা আগের সপ্তাহগুলোতে সচরাসর দেখা যায়নি। টার্নওভারের তালিকায় থাকা কোম্পানিগুলো হলো-এশিয়া প্যাসিফিক, সেন্ট্রাল, পূরবী জেনারেল ও সোনার বাংলা ইন্স্যুরেন্স।
সপ্তাহটিতে এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্স্যুরেন্সের শেয়ার লেনদেন হয়েছে ৮৮ লাখ ৯২ হাজার ৪৮২টি। যার বাজার মূল্য ৫৫ কোটি ৬১ লাখ টাকা।
সেন্ট্রাল ইন্স্যুরেন্সের শেয়ার লেনদেন হয়েছে ৭৫ লাখ ১ হাজার ৫৫৫টি। যার বাজার মূল্য ৪৯ কোটি ৪২ লাখ টাকা।
পূরবী জেনারেল ইন্স্যুরেন্সের শেয়ার লেনদেন হয়েছে ১ কোটি ৪৬ লাখ ৮২ হাজার ১১টি। যার বাজার মূল্য ৪৮ কোটি ৯০ লাখ টাকা।
সোনার বাংলা ইন্স্যুরেন্সের শেয়ার লেনদেন হয়েছে ৭৫ লাখ ৭৬ হাজার ৭৬৮টি। যার বাজার মূল্য ৪৫ কোটি ২ লাখ টাকা।