বিদায়ী সপ্তাহে (১১-১৫ এপ্রিল) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ২১৭টির শেয়ার ও ইউনিট দর বেড়েছে। এরমধ্যে ডিএসইতে টপটেন গেইনারে ঠাঁই করে নিয়েছে ৬০ শতাংশ মিউচ্যুয়াল ফান্ড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, গত সপ্তাহে সবচেয়ে বেশি দর বেড়েছে সিএপিএম আইবিবিএল ইসলামিক মিউচ্যুয়াল ফান্ডের। এ কোম্পানিটির ইউনিট দর বেড়েছে ২০.৩৬ শতাংশ।
ডিএসইতে সাপ্তাহিক টপটেন গেইনার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে- ক্রিস্টাল ইন্স্যুরেন্সের ১৮.১৬ শতাংশ, ফেডারেল ইন্স্যুরেন্সের ১৫.২৫ শতাংশ, সিএপিএম বিডিবিএল মিউচ্যুয়াল ফান্ডের ১৪.১০ শতাংশ, এসইএমএল আইবিবিএল শরীয়াহ ফান্ডের ১৩.৭৯ শতাংশ, প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ১৩.৪২ শতাংশ, বিএফআইসির ১২.৯৪ শতাংশ, ইবিএল এনআরবি মিউচ্যুয়াল ফান্ডের ১২.৫০ শতাংশ, ইজেনারেশনের ১২ শতাংশ এবং আইএফআইসি ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ১২ শতাংশ দর বেড়েছে।