ভূয়া ব্যয় দেখিয়ে গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স থেকে টাকা হাতিয়ে নিয়েছেন কোম্পানিটির ম্যানেজমেন্ট। যে কারনে ওই ব্যয়ের প্রমাণাদি দেখাতে পারেননি নিরীক্ষককে।
নিরীক্ষক জানিয়েছেন, কোম্পানিটির ২০১৯ সালের ৩১ ডিসেম্বর ‘অগ্রিম’ হিসেবে ১২ কোটি ১০ লাখ টাকা প্রদান দেখানো হয়। তবে ২০২০ সালে এসে ওই টাকার বিপরীতে এজেন্সি কমিশনবাবদ ৭ কোটি ৭০ লাখ টাকা ব্যয় দেখিয়েছে।
তবে এই ব্যয়ের বিপরীতে কোম্পানির ম্যানেজমেন্ট পর্যাপ্ত প্রমাণাদি দেখাতে পারেনি। এক্ষেত্রে প্রকৃতপক্ষে ব্যয় না সত্ত্বেও তা দেখিয়ে টাকা হাতিয়ে নেওয়া হতে পারে।
এমনকি এখনো অগ্রিম হিসাবে থাকা ৪ কোটি ৪০ লাখ টাকা প্রদানের বিষয়ে নিশ্চিত হতে পারেননি নিরীক্ষক।
এ বিষয়ে জানতে কোম্পানি সচিব সৈয়দ মঈনুদ্দিন আহমেদের ব্যক্তিগত ফোনে যোগাযোগের চেষ্টা করলেও তিনি রিসিভ করেননি।
উল্লেখ্য, ১৯৮৯ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়া গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্সের পরিশোধিত মূলধনের পরিমাণ ১০০ কোটি ১৯ লাখ টাকা। এরমধ্যে শেয়ারবাজারের বিভিন্ন শ্রেণীর (উদ্যোক্তা/পরিচালক ব্যতিত) বিনিয়োগকারীদের মালিকানা ৬৬.২০৬ শতাংশ। কোম্পানিটির বৃহস্পতিবার (১৫ এপ্রিল) লেনদেন শেষে শেয়ার দর দাড়িঁয়েছে ৫৪.৫০ টাকায়।