বৃহস্পতিবার (১৫ এপ্রিল) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ৯০টির বা ২৫.৩৫ শতাংশের শেয়ার ও ইউনিট দর কমেছে। এদিন শেয়ার দর সবচেয়ে বেশি কমেছে ডেল্টা ব্র্যাক হাউজিংয়ের (ডিবিএইচ)। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, মঙ্গলবার ডেল্টা ব্র্যাক হাউজিংয়ের শেয়ারের ক্লোজিং দর ছিল ৯২.৬০ টাকায়। আজ লেনদেন শেষে এর শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ৮০.৬০ টাকায়। অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ১২ টাকা বা ১২.৯৫ শতাংশ কমেছে। এর মাধ্যমে ডেল্টা ব্র্যাক হাউজিং ডিএসইর টপটেন লুজার তালিকার শীর্ষে উঠে আসে।
ডিএসইতে টপটেন লুজার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে সেন্ট্রাল ইন্স্যুরেন্সের ৯.৯৮ শতাংশ, সিটি ব্যাংকের ৭.০৫ শতাংশ, সোনারবাংলা ইন্স্যুরেন্সের ৫.৯৭ শতাংশ, ইসলামি ইন্স্যুরেন্সের ৫.৭২ শতাংশ, আরএকে সিরামিকের ৫.৩৯ শতাংশ, বিআইএফসির ৫ শতাংশ, কন্টিনেন্টাল ইন্স্যুরেন্সের ৪.৮৪ শতাংশ, সিঅ্যান্ডএ টেক্সটাইলের ৪.৫৪ শতাংশ এবং নর্দার্ণ ইসলামী ইন্স্যুরেন্সের শেয়ার দর ৪.০৫ শতাংশ কমেছে।