বৃহস্পতিবার (১৫ এপ্রিল) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ২১৬টির বা ৬০.৮৫ শতাংশের শেয়ার ও ইউনিট দর বেড়েছে। এদিন ইউনিট দর সবচেয়ে বেশি বেড়েছে এসইএমএল আইবিবিএল শরিয়াহ ফান্ডের। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, মঙ্গলবার এসইএমএল আইবিবিএল শরিয়াহ ফান্ডের ইউনিটের ক্লোজিং দর ছিল ৯ টাকায়। আজ লেনদেন শেষে এর ইউনিটের ক্লোজিং দর দাঁড়ায় ৯.৯০ টাকায়। অর্থাৎ আজ ফান্ডটির ইউনিট দর ০.৯০ টাকা বা ১০ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে এসইএমএল আইবিবিএল শরিয়াহ ফান্ড ডিএসইর টপটেন গেইনার তালিকার শীর্ষে উঠে আসে।
ডিএসইতে টপটেন গেইনার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে সিএপিএম বিডিবিএল ইসলামিকি ফান্ড ওয়ানের ৯.৮৭ শতাংশ, এসইএমএল লেকচার ইক্যুইটি মিউচ্যুয়াল ফান্ডের ৯.৮৫ শতাংশ, লংকাবাংলা ফাইন্যান্সের ৯.৮৪ শতাংশ, সিএপিএম আইবিবিএল ইসলামিক মিউচ্যুয়াল ফান্ডের ৯.৮৩ শতাংশ, আইএফআইসি ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ৯.৮০ শতাংশ, বিডি ফাইন্যান্সের ৯.৭৪ শতাংশ, প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ৯.৭৪ শতাংশ, এক্সিম ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ৯.৬১ শতাংশ এবং মাইডাস ফাইন্যান্সিংয়ের শেয়ার দর ৯.৬১ শতাংশ বেড়েছে।