1. [email protected] : শেয়ারবার্তা প্রতিবেদক : শেয়ারবার্তা প্রতিবেদক
  2. [email protected] : শেয়ারবার্তা : nayan শেয়ারবার্তা
  3. [email protected] : news uploder : news uploder
কঠোর লকডাউনেও স্বস্তিদায়ক অবস্থানে শেয়ারবাজার
বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ০৬:১৩ এএম

কঠোর লকডাউনেও স্বস্তিদায়ক অবস্থানে শেয়ারবাজার

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৫ এপ্রিল, ২০২১
dse-cse-1

আগের দিনের মতো কঠোর লকডাউনেও বড় উত্থান হয়েছে শেয়ারবাজারে। এদিন শেয়ারবাজারের সব সূচক বেড়েছে। একই সাথে বেড়েছে টাকার পরিমাণে লেনদেন এবং বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর।

আজ ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৫১.৬৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৩১০.১৮ পয়েন্টে। ডিএসইর অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ১০.৫০ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ২৯.১৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ১২০৯.০৭ পয়েন্টে এবং ২০২৬.৮২ পয়েন্টে।

আজ ডিএসইতে ৫৫৫ কোটি ৫৯ লাখ টাকার লেনদেন হয়েছে। যা আগের দিন থেকে ৪৩ কোটি ৬৬ লাখ টাকা বেশি। আগের দিন লেনদেন হয়েছিল ৫১১ কোটি ৯৩ লাখ টাকার।

ডিএসইতে আজ ৩৫৫টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। এর মধ্যে ২১৬টির বা ৬০.৮৫ শতাংশের শেয়ার ও ইউনিট দর বেড়েছে। শেয়ার দর কমেছে ৯০টির বা ২৫.৩৫ শতাংশের এবং বাকি ৪৯টির বা ১৩.৮০ শতাংশের দর অপরিবর্তিত রয়েছে।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ১৮৭.২৫৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৫ হাজার ৩৮১.৭০ পয়েন্টে। সিএসইতে আজ ২২৯টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ১৪৯টির দর বেড়েছে, কমেছে ৬১টির আর ১৯টির দর অপরিবর্তিত রয়েছে। সিএসইতে ১৯ কোটি ২৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:

ভালো লাগলে শেয়ার করবেন...

এ বিভাগের অন্যান্য সংবাদ