শেয়ারবাজারে তালিকাভুক্ত এডিএন টেলিকমের প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) ফান্ড ব্যবহারের পরিবর্তন এবং এই ফান্ড ব্যবহারে আরো দুই বছর সময় বাড়ানোর অনুমোদন দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, বিএমআরই এর অধীনে ফান্ডের ২৮ কোটি ৮৫ লাখ ৮২ হাজার ৮৬৮ টাকা ব্যবহারে আরো দুই বিছর অর্থাৎ ২০২০ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে। ডাটা সেন্টারের ঠিকানা পরিবর্তন কাজে ৩ কোটি ২৬ লাখ ৩২ হাজার ৮১৩ টাকা ব্যবহারে ২০২১ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে।
এছাড়া সিটি ব্যাংকের ১ কোটি ৩৮ লাখ ৬০ হাজার ৩১ টাকার লোন যত তাড়াতারি সম্ভব পরিশোধ করার অনুমোদন পেয়েছে কোম্পানিটি।