করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে আগামী ১৪ এপ্রিল থেকে দেশে এক সপ্তাহের সর্বাত্মক লকডাউনের ঘোষণা আসতে পারে। সর্বাত্মক লকডাউনের মধ্যে ব্যাংক খোলা রাখার সঙ্গে মিলিয়ে পুঁজিবাজারে লেনদেন এখনকার মতোই রাখা হবে বলে জানিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
রোববার গণমাধ্যমকে এমনই তথ্য জানান প্রতিষ্ঠানটির কমিশনার ড. শেখ শামসুদ্দিন আহমেদ।
এদিকে, কঠোর লকডাউন শুরুর আগের দুই দিন সোমবার ও মঙ্গলবার ব্যাংকিং লেনদেন আধা ঘণ্টা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক।
সেক্ষেত্রে পুঁজিবাজারের লেনদেনও বাড়বে কি না এমন প্রশ্নের জবাবে বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র রেজাউল করিম বলেন, “লেনদেন এখন পর্যন্ত দুই ঘণ্টা আছে পরিবর্তন হলে জানানো হবে।”
সর্বাত্মক লকডাউনে ব্যাংক চলবে কি না- এই বিষয়টি নিয়ে নিশ্চিত হতে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ ব্যাংকের সঙ্গে যোগাযোগ করা হলে প্রতিষ্ঠানটির মুখপাত্র সিরাজুল ইসলাম বলেন, “ব্যাংক হচ্ছে অত্যাবশ্যকীয় সেবা। এ সেবা দিতে আমরা বাধ্য এবং এটা চলমান রাখতে হবে।”
তিনি বলেন, “এ সংকটের মধ্যেও ব্যাংক খোলা রাখতে হবে। কারণ, মানুষ ব্যাংকিং লেনদেন না করতে পারলে অন্যান্য সংকটে পড়বে। চিকিৎসার জন্যও ব্যাংকের টাকা দরকার। সরকারের নির্দেশনার সঙ্গে সমন্বয় করে কীভাবে, কোন কৌশলে ব্যাংকিং সেবা দেয়া যায় সেটা সিদ্ধান্ত নেয়া হবে।”