পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি ওয়ালটনের পণ্য সরবরাহে সরকারি প্রতিষ্ঠান ও সংস্থাকে সহযোগিতা প্রদানের নির্দেশনা দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়।
আজ রোববার (১১ এপ্রিল) বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব নুসরাত আইরিন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে ওয়ালটন পণ্য সরবরাহে সহযোগিতার কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, নিত্য ব্যবহার্য ইলেকট্রনিক্স পণ্য স্বাভাবিক জীবনযাপনের অন্যতম অনুষঙ্গ। তাই এসব পণ্য সরবরাহ ও কাস্টমার সার্ভিস সেবা প্রদানে সহযোগিতা করার জন্যে সংশ্লিষ্ট বিভাগগুলোকে অনুরোধক্রমে নির্দেশ দেওয়া হলো।
নির্দেশনার আওতায়, ওয়ালটন ও মার্সেল ব্র্যান্ডের নিত্য প্রয়োজনীয় পণ্য যেমন; ল্যাপটপ, ডেস্কটপ, মোবাইল, হোম অ্যাপ্লায়েন্স, কিচেন অ্যাপ্লায়েন্স, ডিজিটাল ডিভাইসসহ অন্যান্য ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক্স পণ্য বিক্রি, সরবরাহ এবং বিক্রয় পরবর্তী সেবার ক্ষেত্রে সহযোগিতার নির্দেশ দেওয়া হয়।