শেয়ারবাজারে তালিকাভুক্ত মোবাইল অপারেটর কোম্পানি রবি আজিয়াটা লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ও ব্যবস্থাপনা পরিচালক মাহতাব উদ্দিন আহমেদ বলেছেন, আমরা এখনো ভালো মুনাফা করতে পারছি না। সরকার যদি আমাদের সহযোগিতা না করে, তাহলে আমাদের মুনাফা করা সহজ হবে না। ভবিষ্যতে দেশে ব্যবসা করাই কষ্ট হয়ে যাবে।
রবিবার (১১ এপ্রিল) কোম্পানিটির প্রথম প্রান্তিকের (জানুয়ারি-মার্চ ২১) আর্থিক হিসাবের বিস্তারিত তুলে ধরতে গিয়ে তিনি এসব কথা বলেছেন।
মাহতাব উদ্দিন বলেন, প্রাথমিক গণপ্রস্তাবে (আইপিও) গেলে ট্যাক্স হার কমে আসবে ভেবেছিলাম। এছাড়া শেয়ারবাজারে আসার কোনো কারণ ছিলো না। কিন্তু বাস্তবে তা হচ্ছে না।
এক প্রশ্নের জবাবে মাহতাব উদ্দিন বলেন, দেশে এখনো প্রায় ৪০ শতাংশ মানুষ মোবাইল ব্যবহার করে না। তাদের সেবার আওতায় আনার জন্য সরকারের কিছু ক্ষেত্রে ছাড় দিতে হবে। এক্ষেত্রে টার্নওভারের উপর যে ২ শতাংশ ট্যাক্স দিতে হয়, তা থেকে অব্যাহতি প্রয়োজন।