বিদায়ী সপ্তাহে (০৪ এপ্রির থেকে ০৮ এপ্রিল) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ২০৫টির বা ৫৫.৮৬ শতাংশের শেয়ার ও ইউনিট দর কমেছে। সপ্তাহটিতে শেয়ার দর সবচেয়ে বেশি কমেছে মার্কেন্টাইল ব্যাংকের। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, আগের সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে মার্কেন্টাইল ব্যাংকের শেয়ারের ক্লোজিং দর ছিল ১৩.৬০ টাকা। বিদায়ী সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে কোম্পানিটির শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ১১.৪০ টাকায়। অর্থাৎ সপ্তাহটিতে কোম্পানিটির শেয়ার দর ২.২০ টাকা বা ১৬.১৮ শতাংশ কমেছে। এর মাধ্যমে মার্কেন্টাইল ব্যাংক ডিএসইর সাপ্তাহিক টপটেন লুজার তালিকার শীর্ষে উঠে আসে।
ডিএসইতে সাপ্তাহিক টপটেন লুজার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে শাহজালাল ইসলামী ব্যাংকের ১০.৯১ শতাংশ, রহিমা ফুডের ১০.১০ শতাংশ, এমএল ডাইংয়ের ১০ শতাংশ, এএফসি এগ্রোর ১০ শতাংশ, সেন্ট্রাল ফার্মার ১০ শতাংশ, কুইন সাউথ টেক্সটাইলের ১০ শতাংশ, নাহি অ্যালুমিনিয়ামের ৯.৯৮ শতাংশ, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ৯.৯৬ শতাংশ এবং সিনোবাংলার শেয়ার দর ৯.৯৬ শতাংশ কমেছে।