পুঁজিবাজারের তালিকাভুক্তি রবি আজিয়াটা লিমিটেড চলতি ২০২১ হিসাব বছরের জন্য ৩ শতাংশ ক্যাশ লভ্যাংশ (শেয়ারপ্রতি ৩০ পয়সা) ঘোষণা করেছে। কোম্পানি সচিব মোহাম্মদ শহীদুল আলম এ তথ্য জানান।
প্রাপ্ত তথ্যমতে, চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ’২১) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৭ পয়সা। আগের বছর একই সময়ে ছিল ৪ পয়সা।
আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ১২ টাকা ৬৬ পয়সা। আগের বছর একই সময়ে ছিল ১২ টাকা ৬৮ টাকা। কোম্পানিটির রেকর্ড ডেট নির্ধারণ করেছে ২ মে ২০২১।