1. [email protected] : শেয়ারবার্তা প্রতিবেদক : শেয়ারবার্তা প্রতিবেদক
  2. [email protected] : শেয়ারবার্তা : nayan শেয়ারবার্তা
  3. [email protected] : news uploder : news uploder
ফ্লোর প্রাইস আতঙ্কে পুঁজিবাজারে বড় পতন
বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ০৯:০৯ এএম

ফ্লোর প্রাইস আতঙ্কে পুঁজিবাজারে বড় পতন

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৮ এপ্রিল, ২০২১
dse-cse-poton2

দেশের পুঁজিবাজারে টানা তিন কার্যদিবসে বড় উত্থানের পর বৃহস্পতিবার (৮ এপ্রিল) বড় দরপতন হয়েছে। এদিন বিমা খাতের কোম্পানি বাদে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানসহ সব খাতের শেয়ারের দাম কমেছে। এতে ৮৩ পয়েন্ট প্রধান সূচক কমেছে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই)।

দেশের অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ২১৩ পয়েন্ট সূচক কমেছে। পাশাপাশি কমেছে বেশির ভাগ শেয়ারের দাম ও লেনদেন।

বাজার সংশ্লিষ্টরা বলছেন, বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষার্থে এবং পুঁজিবাজারের উন্নয়নে প্রাথমিকভাবে বুধবার (৭ এপ্রিল) ৬৬ কোম্পানির ফ্লোর প্রাইসের নির্দেশনা প্রত্যাহার করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। শিগগিরই আরও ৫০টি প্রতিষ্ঠানের ফ্লোর প্রাইস তুলে দেওয়া হবে এমন সিদ্ধান্তের বিরোধিতা করছেন এক শ্রেণির বিনিয়োগকারীরা। তারা বাজারে বিভিন্ন ধরনের গুজব ছড়িয়েছে আতঙ্ক সৃষ্টি করছেন, যার প্রভাব পড়েছে পুঁজিবাজারে। ফলে ঊর্ধ্বমুখী পুঁজিবাজারে হঠাৎ করে পতন নেমে এসেছে।

বৃহস্পতিবার লেনদেন শুরুর মাত্র ২০ মিনিটে ডিএসইর প্রধান সূচক কমে ৭৮ পয়েন্ট। পরের ২০ মিনিট শেয়ারের দাম কিছুটা বাড়লেও দিনের বাকি লেনদেন হয় শেয়ার বিক্রির চাপে। ফলে বড় পতনের মধ্যদিয়ে এদিনের লেনদেন শেষ হয়।

দিন শেষে ডিএসইর প্রধান সূচক আগের দিনের চেয়ে ৮২ দশমিক ৫৫ পয়েন্ট কমে ৫ হাজার ২৫৪ পয়েন্টে দাঁড়িয়েছে। অন্য দুই সূচকের মধ্যে ডিএস ৩০-সূচক কমে ২০ পয়েন্ট এবং ডিএসইএস শরিয়াহ সূচক কমেছে ১৬ পয়েন্ট।

এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ৪৭২ কোটি ৮১ লাখ ৯৬ হাজার টাকা। যেখানে এর আগের দিন লেনদেন হয়েছিল ৫৮২ কোটি ৫২ লাখ ২৯ হাজার টাকার।

লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ৪৭টির, কমেছে ২৬৪টির। অপরিবর্তিত ছিল ৩৫টি কোম্পানির শেয়ারের দাম।

বৃহস্পতিবার ডিএসইতে দাম বাড়ার শীর্ষে থাকা ১০টি প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে- প্রভাতী, পূরবী জেনারেল, বাংলাদেশ ন্যাশনাল ইনস্যুরেন্স, অগ্রণী ইনস্যুরেন্স, লিব্রা ইনফিউশন, রুপালি ইনস্যুরেন্স, নর্দার্ন, ফেডারেল, সোনার বাংলা ইনস্যুরেন্স এবং এনভয় টেক্সটাইল লিমিটেড।

যথারীতি লেনদেন বাড়ার শীর্ষে রয়েছে- বেক্সিমকো, রবি আজিয়াটা, এশিয়া প্যাসিফিক ইনস্যুরেন্স, প্রভাতী ইনস্যুরেন্স,পূরবী জেনারেল, অগ্রণী, সোনার বাংলা ইনস্যুরেন্স, লঙ্কা বাংলা ফাইন্যান্স, দেশ জেনারেল ইনস্যুরেন্স এবং বেক্সিমকো ফার্মাসিটিউক্যালস লিমিটেড।

দেশের অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক আগের দিনের চেয়ে ২১৩ পয়েন্ট কমে ১৫ হাজার ২২১ পয়েন্টে দাঁড়িয়েছে। এদিন সিএসইতে লেনদেন হয়েছে ২২ কোটি ৫৭ লাখ ৪০ হাজার টাকা। এর আগের দিন লেনদেন হয়েছিল ৩০ কোটি ৬৫ লাখ ৩১ হাজার টাকার।

লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ৪০টির, কমেছে ১১৫টির। অপরিবর্তিত রয়েছে ১৬টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:

ভালো লাগলে শেয়ার করবেন...

এ বিভাগের অন্যান্য সংবাদ