শেয়ারবাজারে তালিকাভুক্ত অগ্রণী ইন্স্যুরেন্সের আর্থিক হিসাবে আপত্তি জানিয়েছেন নিরীক্ষক। কোম্পানিটির ২০২০ সালের আর্থিক হিসাব নিরীক্ষায় এই আপত্তি জানিয়েছেন।
নিরীক্ষক জানিয়েছেন, কোম্পানি কর্তৃপক্ষ প্রিমিয়াম পাওয়া যাবে হিসেবে রিসিভঅ্যাবলবাবদ ২০২০ সালের ৩১ ডিসেম্বর ১১ কোটি ২৪ লাখ টাকার সম্পদ দেখিয়েছে। যার পরিমাণ ২০১৯ সালের ৩১ ডিসেম্বর ছিল ১১ কোটি ২৫ লাখ টাকা। যা দীর্ঘদিন ধরে সম্পদ হিসেবে দেখানো হচ্ছে। যা আদায়ে সন্দেহ রয়েছে। তবে কোম্পানি কর্তৃপক্ষ এর বিপরীতে সঞ্চিতি গঠন করেছে।
এদিকে শ্রম আইন অনুযায়ি অগ্রণী ইন্স্যুরেন্স কর্তৃপক্ষ ‘ওয়ার্কার্স প্রফিট পার্টিসিপেশন ফান্ড’ গঠন করে না বলে জানিয়েছেন নিরীক্ষক।
উল্লেখ্য, ২০০৫ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়া অগ্রণী ইন্স্যুরেন্সের পরিশোধিত মূলধনের পরিমাণ ৩০ কোটি ২৫ লাখ টাকা। এরমধ্যে শেয়ারবাজারের বিভিন্ন শ্রেণীর (উদ্যোক্তা/পরিচালক ব্যতিত) বিনিয়োগকারীদের মালিকানা ৬৯.২৮ শতাংশ। কোম্পানিটির বুধবার (০৭ এপ্রিল) লেনদেন শেষে শেয়ার দর দাড়িঁয়েছে ৩৭.৯০ টাকায়।