সোমবার (০৫ এপ্রিল) ঢাাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ২৩১টির বা ৭১.৯৬ শতাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর বেড়েছে। এদিন শেয়ার দর সবচেয়ে বেশি বেড়েছে এপোলো ইস্পাতের। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, রবিবার এপোলো ইস্পাতের শেয়ারের ক্লোজিং দর ছিল ৫.১০ টাকায়। আজ লেনদেন শেষে এর শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ৫.৬০ টাকায়। অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ০.৫০ টাকা বা ৯.৮০ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে এপোলো ইস্পাত ডিএসইর টপটেন গেইনার তালিকার শীর্ষে উঠে আসে।
ডিএসইতে টপটেন গেইনার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে কেয়াা কসমেটিকসের ৯.৪৩ শতাংশ, এসিআই ফর্মূলেশনের ৭.৯৩ শতাংশ, ভ্যানগার্ড এএমএল রূপালী ব্যাংক ব্যালেন্সড ফান্ডের ৭.৮১ শতাংশ, সিএপিএম আইবিবিএল মিউচ্যুয়াল ফান্ডের ৭.৭৪ শতাংশ, আমান ফিডের ৭.৪৩ শতাংশ, হা-ওয়েল টেক্সটাইলের ৭.৩৯ শতাংশ, ইউনিয়ন ক্যাপিটালের ৭.১৪ শতাংশ, আইডিএলসির ৭.০১ শতাংশ এবং বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্সের শেয়ার দর ৬.৮৬ শতাংশ বেড়েছে।