শেয়ারবাজারে তালিকাভুক্ত দুই কোম্পানির অন্তর্বর্তীকালী ঘোষিত নগদ লভ্যাংশ শেয়ারহোল্ডারদের ব্যাংক হিসাবে প্রেরণ করা হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানি দুইটি হলো : বিএসআরএম লিমিটেড এবং বিএসআরএম স্টিল।
জানা গেছে, কোম্পানি দুইটির ঘোষিত অন্তর্বর্তীকালীন নগদ লভ্যাংশ বাংলাদেশ ইলেক্ট্রিক ফান্ড ট্রান্সফার নেটওয়ার্ক পদ্ধতিতে শেয়ারহোল্ডারদের ব্যাংক হিসেবে প্রেরণ করা হয়েছে।
এর আগে ছয় মাসের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে বিএসআরএম লিমিটেড ১০ শতাংশ নগদ এবং বিএসআরএম স্টিল শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ নগদ অন্তর্বর্তীকালীন লভ্যাংশ ঘোষণা করে।