1. [email protected] : শেয়ারবার্তা প্রতিবেদক : শেয়ারবার্তা প্রতিবেদক
  2. [email protected] : শেয়ারবার্তা : nayan শেয়ারবার্তা
  3. [email protected] : news uploder : news uploder
বিডি অটোকার্স সম্পদ বেশি দেখিয়েছে
বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ০৬:২০ এএম

বিডি অটোকার্স সম্পদ বেশি দেখিয়েছে

  • আপডেট সময় : সোমবার, ৫ এপ্রিল, ২০২১

শেয়ারবাজারে তালিকাভুক্ত বাংলাদেশ অটোকার্স (বিডি অটোকার্স) কর্তৃপক্ষ নিট সম্পদ বেশি দেখিয়েছে। যে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ৫ টাকার কাছাকাছি হলেও শুধুমাত্র স্বল্প মূলধনী হওয়ায় শেয়ার দর ১৫০ টাকার কাছে অবস্থান করছে।

নিরীক্ষক জানিয়েছেন, কোম্পানি কর্তৃপক্ষ ২০০৭ ও ২০০৮ সালে রাজস্ব আয় কর্তৃপক্ষের কাছে ১২ লাখ ৬৪ হাজার টাকা ফেরত দাবি করেছে। কিন্তু এখনো তাতে সরকার কর্তৃপক্ষ সাড়া দেয়নি। এই পরিস্থিতিতে ওই অর্থ ‘প্রফিট অ্যান্ড লস’ হিসেবে বাদ (রিটেন অফ) দেওয়া উচিত।

এদিকে নিরীক্ষকের পর্যবেক্ষনে বেরিয়ে এসেছে, কোম্পানি কর্তৃপক্ষ অতিরিক্ত ৬০ লাখ ২৪ হাজার টাকার অগ্রিম আয়কর ও ৩৩ লাখ ৮৪ হাজার টাকার সঞ্চিতি হিসাবে বয়ে বেড়াচ্ছে। এক্ষেত্রে অতিরিক্ত সঞ্চিতি যদি অগ্রিম আয়করের সঙ্গে সমন্বয় বা কাটাকাটি (অফসেট) করা হয়, তাহলে ২৬ লাখ ৪০ হাজার টাকার অগ্রিম আয়কর হিসাব থেকে বাদ দিতে হবে।

এই দুটি বিষয় যদি কোম্পানি কর্তৃপক্ষ ২০১৯-২০ অর্থবছরে সঠিকভাবে হিসাব করত, তাহলে ৩৯ লাখ ৫ হাজার টাকার নিট সম্পদ মূল্য (এনএভি) কমে আসত বলে জানিয়েছেন নিরীক্ষক। এতে করে শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) কমে আসত ০.৯০ টাকা। যাতে এনএভিপিএস ৬.৭৯ টাকার পরিবর্তে ৫.৮৯ টাকায় নেমে আসত।

উল্লেখ্য, ১৯৮৮ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়া বিডি অটোকার্সের পরিশোধিত মূলধনের পরিমাণ ৪ কোটি ৩৩ লাখ টাকা। এরমধ্যে শেয়ারবাজারের বিভিন্ন শ্রেণীর (উদ্যোক্তা/পরিচালক ব্যতিত) বিনিয়োগকারীদের মালিকানা ৬৯.৯৪ শতাংশ।

কোম্পানিটির ব্যবসা দূর্বল হলেও ১০ টাকা অভিহিত মূল্যের শেয়ারটি রবিবার (০৪ এপ্রিল) লেনদেন শেষে দাড়িঁয়েছে ১৪৭.৩০ টাকায়।

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:

ভালো লাগলে শেয়ার করবেন...

এ বিভাগের অন্যান্য সংবাদ