সপ্তাহের প্রথম কর্মদিবস রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের ব্যাপক পতনে লেনদেন চলছে। আজ ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া প্রায় ৭৯ শতাংশ কোম্পানির দরপতন হয়েছে। এদিন বেলা সাড়ে ১২টা পরযন্ত ডিএসইতে ২৭৪ কোটি ৩২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
প্রসঙ্গত, আগামীকাল সোমবার (৫ এপ্রিল) থেকে এক সপ্তাহের জন্য লকডাউনে যাচ্ছে দেশ। সম্প্রতি করোনো সংক্রমণের বিস্তার ঠেকাতে গতকাল সরকারের পক্ষ থেকে এমন ঘোষণা আসে। আর লকডাউনে পুঁজিবাজারও বন্ধ হয়ে যেতে পারে এমন আতঙ্কে পুঁজিবাজারে শেয়ার বিক্রির চাপ বেড়ে গেছে। এতে লেনদেনের শুরু থেকেই ব্যাপক দরপতন হচ্ছে পুঁজিবাজারে।
তবে এবার লকডাউনেও পুঁজিবাজার খোলা থকবে। এমন ঘোষণা পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) আগেই দিয়েছে। তবু করোনা পরিস্থিতি বাড়ার সাথে সাথে বিনিয়োগকারীরা আতঙ্তিক হয়ে শেয়ার বিক্রি করছে। কোনো ধরনের গুজবে কান না দেওয়ারও অনুরোধ জানিয়েছে বিএসইসি।
বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ১৫৬ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ১১৪ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ৩৩ পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ১৬৮ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ৬৯ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ৯১৩ পয়েন্টে।
আজ ডিএসইতে ৩১৩টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৮টির, কমেছে ২৪৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৮টির।
অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) মূল্য সূচকের ব্যাপক পতনে লেনদেন চলছে। আলোচ্য সময়ে সিএসইতে ১৮ কোটি ৫৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।