1. [email protected] : শেয়ারবার্তা প্রতিবেদক : শেয়ারবার্তা প্রতিবেদক
  2. [email protected] : শেয়ারবার্তা : nayan শেয়ারবার্তা
  3. [email protected] : news uploder : news uploder
পাঁচ খাতের বিনিয়োগকারীদের নাভিশ্বাস
বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ০৪:০১ এএম

পাঁচ খাতের বিনিয়োগকারীদের নাভিশ্বাস

  • আপডেট সময় : শনিবার, ৩ এপ্রিল, ২০২১
share-market

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) বিদায়ী সপ্তাহে ২০ খাতের মধ্যে ১৫ খাতের শেয়ার দর কমেছে। এর মধ্যে বেশি দর কমেছে ৫ খাতে। এই ৫ খাতের বিনিয়োগকারীরা রয়েছে বড় লোকসান। খাতগুলোর শেয়ারে বিনিয়োগকারীরা লোকসান করেছে ২ শতাংশ থেকে ৪ শতাংশ। ইবিএল সিকিউরিটিজ লিমিটেড সূত্রে এ তথ্য জানা গেছে।

আলোচ্য সপ্তাহে সবচেয়ে বেশ লোকসানে করেছে পাট খাতের বিনিয়োগকারীরা। এই খাতে শেয়ার দর কমেছে ৪ শতাংশ। খাতটির ৩টি কোম্পানির মধ্যে সবগুলোর দরই কমেছে। কোম্পানিগুলো হলো-জুট স্পিনার্স, নর্দার্ন জুট ও সোনালী আঁশ। এর মধ্যে নর্দার্ন জুট ফ্লোর প্রাইসে এসে ক্রেতা সংকটে পড়েছে।

এর পরে লোকসান করেছে খাদ্য ও আনুষঙ্গিক খাতের বিনিয়োগাকরীরা। এখাতে শেয়ার দর কমেছে ২.৭০ শতাংশ। এখাতের ২০টি কোম্পানির মধ্যে বেশিরভাগ কোম্পানিরই শেয়ার দর কমেছে। বেশি দর কমেছে শ্যামপুর সুগারের। কোম্পানিটির দর কমেছে ১২.৯০ শতাংশ। কোম্পানিটি ডিএসইর দর পতনের শীর্ষ তালিকায় রয়েছে।

লোকসানের দিক থেকে তৃতীয় স্থানে রয়েছে টেলিযোগাযোগ খাতের বিনিয়োগাকরীরা। এখাতে শেয়ার দর কমেছে ২.২০ শতাংশ। এখাতে তিনটি কোম্পানির মধ্যে ২টির দরইকমেছে। দর কমেছে বাংলাদেশ সাবমেরিন কেবল ও গ্রামীণফোনের।

চতুর্থ লোকসানের খাত হল সেবা খাত। এখাতে দর কমেছে ২.১০ শতাংশ। খাতটির ৪টি কোম্পানির মধ্য বেশি দর কমেছে সাইফ পাওয়ারের।

সিমেন্ট খাতের বিনিয়োগকারীরা লোকসান করেছে ২ শতাংশ। এখাতের ৭টি কোম্পানির মধ্য বেশি দর কমেছে লাফার্জহোলসিম সিমেন্টের।

এছাড়া, বিদায়ী সপ্তাহে বিনিয়োগকারীরা লোকসান করেছে আর্থিক খাতে ১.৭০ শতাংশ, ফার্মা ও রসায়ন খাতে ১.৩০ শতাংশ, বিদ্যুৎ ও জ্বালানি খাতে ১.১০ শতাংশ, বস্ত্র খাতে ১ শতাংশ, ব্যাংক খাতে ১ শতাংশ, জীবন বীমায় ০.৭০ শতাংশ, ভ্রমণ খাতে ০.৬০ শতাংশ, তথ্য প্রযুক্তি খাতে ০.৪০ শতাংশ, প্রকৌশল খাতে ০.৪০ শতাংশ এবং ট্যানারি খাতে ০.১০ শতাংশ।

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:

ভালো লাগলে শেয়ার করবেন...

এ বিভাগের অন্যান্য সংবাদ