বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১২৩টির বা ৩৩.১৫ শতাংশের শেয়ার ও ইউনিট দর কমেছে। সপ্তাহটিতে শেয়র দর সবচেয়ে বেশি কমেছে আইএফআইসি ব্যাংকের। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, আগের সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে আইএফআইসির শেয়ারের ক্লোজিং দর ছিল ১১.৯০ টাকায়। আর বিদায়ী সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে এর শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ১০ টাকায়। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ব্যাংকটির শেয়ার দর ১.৯০ টাকা বা ১৫.৯৭ শতাংশ কমেছে। এর মাধ্যমে আইএফআইসি ব্যাংক ডিএসইর সাপ্তাহিক টপটেন লুজার তালিকার শীর্ষে উঠে আসে।
ডিএসইতে টপটেন লুজার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে ডাচ-বাংলা ব্যাংকের ১৪.১৮ শতাংশ, একটিভ ফাইন কেমিক্যালের ১৩.৫৮ শতাংশ, আমান কটনের ১৩.১০ শতাংশ, শ্যামপুর সুগারের ১২.৯০ শতাংশ, এপোলো ইস্পাতের ৮.২০ শতাংশ, ইউনিয়ন ক্যাপিটালের ৭.৪৬ শতাংশ, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের ৬.৭৬ শতাংশ, পদ্মাা ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের ৬.৫৯ শতাংশ এবং প্রিমিয়ার লিজিংয়ের শেয়ার দর ৬.৩৫ শতাংশ কমেছে।